সকলের সুরক্ষার কথা মাথায় রেখে হোয়াট্সঅ্যাপ প্রতিনিয়ত তাদের অ্যাপে বদল আনতে থাকে। ফের হোয়াট্সঅ্যাপে আসতে চলেছে নতুন কিছু সুবিধা। এ বার ব্যবহারকারী না চাইলে কেউ বুঝতে পারবেন না তিনি ‘অনলাইন’ আছেন কি না।
এত দিন কেউ হোয়াট্সঅ্যাপ ব্যবহার করলেই তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা সকলে জানতে পারতেন যে, তিনি ‘অনলাইন’ আছেন। এতে অনেক সময়েই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীকে। তিনি কত রাত পর্যন্ত জেগে হোয়াট্সঅ্যাপ করছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু সে কথা লুকিয়ে রাখার কোনও পথ এত দিন ছিল না। সংস্থা সূত্রে খবর, উপভোক্তাদের সুরক্ষার কথা ভেবে এ বার হোয়াট্সঅ্যাপের ‘অনলাইন’ স্টেটাস বন্ধ রাখারও সুযোগ থাকবে ব্যবহারকারীরদের কাছে।
ইতিমধ্যেই হোয়াট্সঅ্যাপ নতুন কিছু সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেছে। প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’, ‘স্টেটাস আপডেট’ বদল করার সময়ে ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট...’ বলে একটি জায়গাও পাওয়া যাওয়ার কথা বলেছে। স্টেটাস কাকে দেখাবেন এবং দেখাবেন না, তা নিজেই নির্বাচন করতে পারেন ব্যবহারকারী।