Advertisement
০২ মে ২০২৪
spray perfume

দেহের কোথায় পারফিউম দিলে গন্ধ অনেক ক্ষণ থাকে, জানেন?

পারফিউম ব্যবহার নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। দেহের কোন কোন অংশে পারফিউম লাগালে সেই গন্ধ অনেক ক্ষণ থেকে যায়, এটা বোধ হয় আমরা অনেকেই জানি না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ১২:৫২
Share: Save:

পারফিউম ব্যবহার নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। দেহের কোন কোন অংশে পারফিউম লাগালে সেই গন্ধ অনেক ক্ষণ থেকে যায়, এটা বোধ হয় আমরা অনেকেই জানি না। অফিসে বা পার্টিতে বেরোনোর আগে সারা শরীরে, পোশাকে পারফিউম মেখে নিই। কিন্তু দেখা যায় কয়েক ঘণ্টার মধ্যেই সেই সুগন্ধ হালকা হতে হতে উবে গিয়েছে।

কেউ কেউ হয়ত প্রশ্ন তুলবেন, কেন ঘাড়ে বা হাতের কব্জিতে পারফিউম লাগালে তার সুগন্ধ অনেক ক্ষণ থাকে। যুক্তি হিসাবে এটাও বলতে পারেন, যে হেতু এই জায়গাগুলি ‘পালস পয়েন্ট’, এখান থেকে শরীরের তাপ নির্গত হয় বলেই গন্ধটা অনেক ক্ষণ থেকে যায়!

হ্যাঁ, ঠিকই বলছেন।

কিন্তু এই শরীরের জায়গাগুলি ছাড়া আরও কয়েকটি জায়গা রয়েছে যেখানে পারফিউম দিলে আরও বেশি ক্ষণ তার গন্ধ থাকবে।

সেগুলি কী?

বিশেষজ্ঞরা বলছেন, নাভিতে পারফিউম দিন, তা অনেক ক্ষণ থাকবে। এর আকৃতি এমন যে এটি সুগন্ধির ‘ন্যাচারাল রেসপিরেটরি’ হিসাবে কাজ করে। দেহের তাপের সঙ্গে পারফিউমের গন্ধও ছড়িয়ে পড়ে। এ ছাড়া কনুইয়ের ভাঁজে পারফিউম দিলে তা অনেক ক্ষণ থাকে বলে দাবি বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: বাড়িতেই কী ভাবে পাবেন স্ট্রেট চুল, জেনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Perfume Spray Body Last Long
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE