গরমে বাড়ির পোষ্য কুকুরকে নিয়মিত স্নান করানো উচিত। না হলে তাদের ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে। তা ছাড়া গরমে স্নান করার সুযোগ পেলে পোষ্যদেরও মন ভাল হয়।
কিন্তু শুধু স্নান নয়, গরমে ত্বকের নানা সমস্যার সমাধান করতে ওদের শ্যাম্পু দিয়েই স্নান করানো উচিত। কিন্তু কত দিন অন্তর?
চিকিৎসকেরা বলছেন, তিন সপ্তাহে একদিন স্নানের সময় শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে মাসে এক বার শ্যাম্পু ব্যবহারের পরামর্শও দেন তাঁরা। শ্যাম্পু না করালে কুকুরের লোমের তলায় খুসকির মতো সমস্যা হতে পারে। অন্য ধরনের সংক্রমণ হওয়াও আশ্চর্য কিছু নয়।