Advertisement
২০ এপ্রিল ২০২৪
pet dogs

গরমে পোষ্য কুকুরের ত্বকের যত্ন নিতে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন?

শুধু স্নান নয়, গরমে ত্বকের নানা সমস্যার সমাধান করতে ওদের শ্যাম্পু দিয়েই স্নান করানো উচিত। ক

কোন শ্যাম্পু ব্যবহার করবেন ওদের জন্য?

কোন শ্যাম্পু ব্যবহার করবেন ওদের জন্য? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৯:৪৯
Share: Save:

গরমে বাড়ির পোষ্য কুকুরকে নিয়মিত স্নান করানো উচিত। না হলে তাদের ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে। তা ছাড়া গরমে স্নান করার সুযোগ পেলে পোষ্যদেরও মন ভাল হয়।

কিন্তু শুধু স্নান নয়, গরমে ত্বকের নানা সমস্যার সমাধান করতে ওদের শ্যাম্পু দিয়েই স্নান করানো উচিত। কিন্তু কত দিন অন্তর?

চিকিৎসকেরা বলছেন, তিন সপ্তাহে একদিন স্নানের সময় শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। কিছু ক্ষেত্রে মাসে এক বার শ্যাম্পু ব্যবহারের পরামর্শও দেন তাঁরা। শ্যাম্পু না করালে কুকুরের লোমের তলায় খুসকির মতো সমস্যা হতে পারে। অন্য ধরনের সংক্রমণ হওয়াও আশ্চর্য কিছু নয়।

কী ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন:

জিঙ্ক শ্যাম্পু: খুসকি বা ত্বকের নানা ধরনের সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন পাইরিথিয়ন জিঙ্ক শ্যাম্পু।

টার শ্যাম্পু: কয়লা থেকে উৎপাদিত টার থাকে এই শ্যাম্পুতে। ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে এর জুড়ি নেই।

স্যালিসাইলিংক অ্যাসিড শ্যাম্পু: ত্বকের সমস্যার সমাধান করতে এটি দারুণ কাজের। কিন্তু এটির কারণে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। তাই কন্ডিশনারও ব্যবহার করতে হয় এর সঙ্গে।

কেটোকোনাজোল শ্যাম্পু: গরমে পোষ্য কুকুরের ত্বকে খুব প্রদাহ হচ্ছে? কোনও শ্যাম্পুতেই কাজ হচ্ছে না? সে ক্ষেত্রে এই কেটোকোনাজোল শ্যাম্পুই ভরসা। তবে চিকিৎসকের পরামর্শে এই শ্যাম্পু ব্যবহার করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pet dogs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE