যে কোনও সমস্যায় পড়লেই তার সমাধান খুঁজতে গুগ্লে হাতড়াই আমরা। ফোনের খুঁটিনাটি জানা থেকে ব্যাঙ্কের ওয়েবসাইটের খোঁজ, শেয়ার বাজার থেকে প্রসাধনীর জিনিসপত্র— যে কোনও কিছুতেই ভরসা গুগ্ল। শরীর খারাপ হল কি হল না, হাত চলে যায় ইন্টারনেটে। ফটাফট নিজের উপসর্গগুলি লিখে নেটমাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চলে। বিশ্ব জুড়েই এখন এই ট্রেন্ড চলছে। যখন যা কিছু হবে, সবই গুগলে গিয়ে টাইপ করে ফেলো। তার পর সার্চে ক্লিক করলেই যেন বিশ্বকোষ খুলে যাবে। জীবনের প্রতিটা খুঁটিনাটি বিষয়ে উত্তর খোঁজার জন্য এই যে ভরসার জায়গা হয়ে উঠছে ইন্টারনেট, তা কতটা বিশ্বাসযোগ্য? এমন কিছু বিষয় আছে, যা গুগ্লে খোঁজাখুঁজি করলে বিপদে পড়তে পারেন আপনিই। হয় প্রতারকদের পাল্লায় পড়বেন, না হলে আইনি জালে জড়াবেন।
গুগ্লে গিয়ে ব্যাঙ্কের ওয়েবসাইট খোঁজা খুবই বিপজ্জনক। বেশির ভাগই তা করেন। ইন্টারনেটে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর সাইট খুঁজতে গিয়ে বিপদে পড়েছেন অনেকেই। প্রতারকেরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ওয়েবসাইটের প্রতিলিপি তৈরি করে রেখেছে। সেইসব ভুয়ো ওয়েবসাইটের ইউআরএল দেখেও বোঝা খুবই মুশকিল। একবার সেখানে ঢুকে নিজের নেট ব্যাঙ্কিং খোলার চেষ্টায় আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিলেই বিপদ। সবই চলে যাবে প্রতারকদের কব্জায়।
শেয়ার বাজার সংক্রান্ত কোনও কিছুই গুগ্লে খুঁজবেন না। ক্রিপ্টোকারেন্সি নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে প্রতারকদের পাল্লায় পড়ে সর্বস্ব খুইয়েছেন, এমন উদাহরণ অনেক। কেবলমাত্র সুপরিচিত বিশ্বাসযোগ্য সাইট থেকে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য নিন।
আরও পড়ুন:
বোমা তৈরির পদ্ধতি বা কোনও সন্ত্রাসবাদী সংগঠন নিয়ে গুগ্লে একেবারেই খোঁজাখুঁজি করবেন না। তা হলে সরকারি নিরাপত্তা সংস্থার নজরে পড়ে যেতে পারেন।
গুগল সার্চ করে কোনও অজানা ওয়েবসাইট থেকে অ্যাপ ও সফট্অয়্যার ইনস্টল না করাই ভাল। অজানা এপিকে ফাইল ডাউনলোড করা বেশ ঝুঁকিপূর্ণ। এতে অজানা সাইট ও সফট্অয়্যার থেকে হ্যাকারদের ইনস্টল করে রাখা ‘স্পাইঅয়্যার’ বা ‘ম্যালঅয়্যার’ ঢুকে যেতে পারে আপনার ডিভাইসে।
ওষুধপথ্য খোঁজার ব্যাপারেও অনলাইনের আধুনিক প্রযুক্তিকে বিশ্বাস করা ঠিক নয়। কোনও জটিল রোগের চিকিৎসাপদ্ধতি বা ওষুধের নাম খুঁজলেই গুগ্লের নতুন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) টুল একগাদা ওষুধের নাম দেখিয়ে দেবে। তার মধ্যে কোনটা আপনার জন্য ভাল, তা না বুঝেই কিনে খেয়ে ফেললে হিতে বিপরীত হতে পারে। ইদানীং এমন ঘটনা ঘটেছে যে, অনলাইনে ওষুধের নাম দেখে বা ডায়েট চার্ট অনুসরণ করে রোগ আরও বাড়িয়ে তুলেছেন রোগী।
কম্পিউটার হ্যাকিং বা মাদক নিয়েও কোনও কিছু খুঁজবেন না গুগ্লে। আপনি হয়তো ভাবছেন, সার্চের পরে হিস্ট্রি থেকে সবটাই মুছে দেবেন। কিন্তু গুগ্লের অ্যালগোরিদ্ম সবটাই মনে রাখে। এতে আপনি আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন।