জঙ্গলে গিয়ে বন্যপ্রাণী দেখার ইচ্ছা অনেকের হয়। এখন এ শহরেও অনেকে আছেন যাঁরা নিয়মিত বাঘ দেখতে কখনও সুন্দরবন, তো কখনও কানহার জঙ্গলে যান। কিন্তু বারান্দায় বসে জিরাফের সঙ্গে সময় কাটাতে দেখেছেন কি?
তবে সব সময়ে বন্যপ্রাণী দেখতে জঙ্গলের সাফারি না করলেও চলে। আফরিকার নায়রোবির এক হোটেলেই দেখা গেল বন্যপ্রাণ। দেখা গেল, দোতলার বারান্দায় বসেই এক দল জিরাফকে খাওয়াচ্ছেন এক মহিলা।