Advertisement
২০ এপ্রিল ২০২৪
bizarre

Bi‌zarre Incident: অদ্ভুত পেশা! চিউইং গাম ফুলিয়েই তরুণীর মাসিক আয় ৬৭,০০০ টাকা

জার্মানির বাসিন্দা জুলিয়া, চিউইং গাম ফুলিয়ে নাকি মাথার দ্বিগুণ আকারের বুদবুদ বানাতে পারেন।

চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার রোজগার করেন এক তরুণী।

চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার রোজগার করেন এক তরুণী। প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
জার্মানি শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১২:৪৮
Share: Save:

ছোটবেলায় রঙিন মিষ্টি স্বাদের চিউইং গাম চিবিয়ে কে কত বড় বেলুন ফোলাতে পারে সেই নিয়ে চলত প্রতিযোগিতা। বড় হয়েও চিউইং গাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছে অনেকেরই। কিন্তু এটি যে কারও পেশা হতে পারে, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার রোজগার করেন এক তরুণী। যার ভারতীয় অর্থে মূল্য প্রায় ৬৭,০০০ টাকা। শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকেই সম্ভব করেছেন জার্মানির বাসিন্দা ৩০ বছর বয়সি জুলিয়া ফোরাট। চিউইং গাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ জুলিয়া। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। চিউইং গাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিয়ো থেকেই প্রতি মাসে মোটা টাকা রোজগার করেন জুলিয়া। একসঙ্গে প্রায় ৩০টি চিউইং গাম চিবিয়ে এমন বড় বেলুন ফোলান ওই তরুণী। এর পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তবে জুলিয়া জানিয়েছেন, চিউইং গাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালবাসেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bizarre Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE