Advertisement
১৫ মে ২০২৪
World’s Dirtiest Man

টানা পঞ্চাশ বছর স্নান করেননি! গায়ে জল ঢালতেই মৃত্যু ‘বিশ্বের সবচেয়ে নোংরা’ মানুষের

জীবনের প্রায় অর্ধশতাব্দী স্নান না করেই কাটিয়ে দিয়েছিলেন। দীর্ঘ দিন স্নান না করে, গায়ে প্রথম বার জল ঠেকানোর মাসখানেকের মধ্যেই প্রাণ গেল তাঁর।

ইরানের বাসিন্দা আমু হাজি।

ইরানের বাসিন্দা আমু হাজি। ছবি : সংগৃহীত

সংবাদ সংস্থা
তেহরান শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ১৭:২২
Share: Save:

স্থানীয়দের কাছে ‘বিশ্বের সবচেয়ে ময়লা মানুষ’ হিসাবেই পরিচিত ছিলেন ইরানের বাসিন্দা আমু হাজি। কারণ বছর ৯৪-এর বাসিন্দা আমু, জীবনের প্রায় অর্ধশতাব্দী স্নান না করেই কাটিয়ে দিয়েছিলেন। দীর্ঘ দিন স্নান না করে, গায়ে প্রথম বার জল ঠেকানোর মাসখানেকের মধ্যেই প্রাণ গেল আমুর।

সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্নান করতেন না দক্ষিণ ইরানের দেজগা গ্রামের বাসিন্দা আমু হাজি। এই ভাবে দীর্ঘ দিন সকলের থেকে আলাদা হয়ে থাকতেই অভ্যস্ত ছিলেন তিনি। পরিবারে আর কেউ ছিল না। তাই মাসখানেক আগে গ্রামবাসীরা এক রকম জোর করেই আমুকে স্নান করিয়ে দেন। তার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। গত রবিবার মৃত্যু হয় তাঁর।

রাস্তার ধারে, ধুলো মেখে এক রকম ভবঘুরে হয়েই দিন কাটত তাঁর। পথচলতি মানুষের কাছে চেয়েচিন্তে যা খাবার জুটত, তাই খেতেন। দীর্ঘ দিন ধরে স্নান না করা এই আমুর জীবন নিয়ে ২০১৩ সালে তৈরি হয়েছিল ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমু হাজি’ শীর্ষক তথ্যচিত্রটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iran
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE