Advertisement
৩০ এপ্রিল ২০২৪

World largest Whisky Auction: নিলামে উঠবে বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতল! দাম শুনে হোঁচট খাবেন তাবড় সুরাপ্রেমীরাও

আগামী ২৫মে ‘দ্য ইন্ট্রোপিড’ নামে ৩১১ লিটার হুইস্কির বোতলের নিলাম হতে চলেছে।

 দ্য ইন্ট্রোপিড।

দ্য ইন্ট্রোপিড। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০২ মে ২০২২ ১২:৪৩
Share: Save:

হুইস্কি! নামটা শুনলেই সুরাপ্রেমীদের মনটা খানিক অন্যরকম হয়ে উঠতে পারে। তবে তার দাম যদি হয় ভারতীয় মুদ্রায় ১৮ কোটি ২২ লক্ষ টাকা তাহলে চোখ কপালে ওঠার কথা। আগামী ২৫মে ‘দ্য ইন্ট্রোপিড’ নামে ৩১১ লিটার হুইস্কির বোতলের নিলাম হতে চলেছে। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা এই হুইস্কির বোতলের নিলামের দায়িত্বে রয়েছে এ়়ডিনবার্গের একটি নিলাম সংস্থা।

বিশ্ব রেকর্ড বলছে, এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বহুমূল্য হুইস্কির বোতল। প্রায় ৩২ বছরের পুরনো এই মল্ট স্কচের বোতলটি বিশ্বের অন্যতম সেরা স্বাদের পানীয়। বিশ্বের অন্যতম বৃহৎ এই হুইস্কির বোতলটি এতদিন রাখা ছিল ম্যাককালান ডিস্টেলারিতে। এ বার নিলামের মাধ্যমে এই মল্ট স্কচের মালিক হতে চলেছেন অন্য কেউ।

৩২ বছর ধরে ম্যাকালানের কাস্কে এই হুইস্কির বোতল রাখা ছিল। মোট ১২টি বোতলে ভরা হয়েছিল এটি। প্রতিটি বোতলেই একই রকম নকশা আঁকা ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE