Advertisement
E-Paper

চ্যাটজিপিটিকে বেশি ভরসা করছেন? কোন ৫টি প্রশ্ন করলে বিপদে পড়তে পারেন?

চ্যাটজিপিটির সঙ্গে অনর্গল চ্যাট করতে গিয়ে সমস্যাও তৈরি হচ্ছে। চ্যাটজিপিটির দেওয়া উত্তরে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। তাই চ্যাটজিপিটি ব্যবহারের সময়ে সতর্ক থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭
You should never ask these questions to ChatGPT

চ্যাটজিপিটিকে কোন কোন প্রশ্ন করলেই বিপদে পড়তে পারেন? ছবি: ফ্রিপিক।

অসুখ করলে কী ওষুধ খাবেন বা তিন-চার দিনের জন্য ঘুরতে যাওয়ার ট্র্যাভেল প্ল্যান— চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেই চটজলদি জেনে নেওয়া যাচ্ছে। অফিসের কাজকর্ম হোক বা ব্যক্তিগত কোনও প্রশ্ন, এখনকার প্রজন্ম কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই বেশি নির্ভর করছে। চ্যাটজিপিটির সঙ্গে গল্প করে সময়ও কাটাচ্ছে। রোজের খাওয়া-পরা, ছোটখাটো সমস্যা থেকে বড়সড় জটিলতা— সবেরই সমাধান করতে এগিয়ে এসেছে যান্ত্রিক বুদ্ধি। আর সেখানেই ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে এআই পরিচালিত চ্যাটজিপিটির। আবার চ্যাটজিপিটির সঙ্গে অনর্গল চ্যাট করতে গিয়ে সমস্যাও তৈরি হচ্ছে। চ্যাটজিপিটির দেওয়া উত্তরে বিভ্রান্তও হচ্ছেন অনেকে। তাই চ্যাটজিপিটি ব্যবহারের সময়ে সতর্ক থাকতে হবে। কোনও কোনও প্রশ্ন একেবারেই করা উচিত হবে না।

স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন

চ্যাটজিপিটি চিকিৎসক নয়। কোনও মেডিক্যাল ওয়েবসাইটও নয়। কাজেই অসুখবিসুখ বা তার চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন করলে, বিভ্রান্ত হতে পারেন। অনেকেই সাধারণ অসুখবিসুখ থেকে জটিল রোগর ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন চ্যাটজিপিটিকে। স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্নও করা হয়। খেয়াল রাখতে হবে, রোগীর শরীর বুঝেই চিকিৎসক ওষুধ দেন বা স্বাস্থ্য পরীক্ষা করাতে বলেন। সেখানে শুধু প্রশ্নের উপর ভিত্তি করে দেওয়া পরামর্শ মেনে চলতে গেলে তা বিপজ্জনকও হতে পারে।

ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ভবিষ্যতে আপনার সঙ্গে কী হতে চলেছে? দশ বছর পরে আপনি কী করবেন? এই ধরনের প্রশ্ন চ্যাটজিপিটিকে ভুলেও করবেন না। এতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য পাওয়ার সম্ভাবনাই বেশি। চ্যাটজিপিটি কখনওই কারও ভবিষ্যত বলতে পারবে না।

ব্যক্তিগত তথ্য

ভুলেও কোনও পাসওয়ার্ড শেয়ার করবেন না চ্যাটজিপিটিতে। পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করে নেওয়া যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবট মনে করে চ্যাটবটকে কখনওই নিজের গোপন খবর জানাবেন না। ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যার কথা চ্যাটজিপিটিকে জানাতে শুরু করলে, তার ফল ভাল না-ও হতে পারে।

ব্যবসা সংক্রান্ত প্রশ্ন

আপনার ব্যবসার ওঠাপড়া, লাভ-ক্ষতির অঙ্ক কখনওই চ্যাটজিপিটিকে জানাবেন না। যেহেতু পুরো বিষয়টিই আগে থেকে প্রোগ্রামিং করা, সেহেতু তৃতীয় পক্ষের নজরদারি বজায় থাকে সেখানে।

সাম্প্রতিক ঘটনা

রাজনৈতিক প্রশ্ন অথবা আবহাওয়ার গতিপ্রকৃতি জানতে চাইলে বিভ্রান্তিকর বা ভুল তথ্য পাওয়ার সম্ভাবনাই বেশি। আবার যুদ্ধের খবর, অস্ত্র বানানোর পদ্ধতি অথবা হ্যাকিংয়ের নিয়মকানুন জানতে চাইলেও চ্যাটজিপিটি মুখ ফিরিয়ে নিতে পারে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর অ্যাকাউন্টও নিজে থেকে লগ্‌ড আউট হয়ে যেতে পারে।

Open AI ChatGPT Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy