Advertisement
২৬ এপ্রিল ২০২৪
নার্সিংহোমের নামে নালিশ

গাফিলতিতে রোগীর মৃত্যু শিলিগুড়িতে

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে রোগীর পরিবারের তরফে মাটিগাড়া থানায় একটি অভিযোগও জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ দাস (৫১)। তিনি মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড় এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০১:৩৯
Share: Save:

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে রোগীর পরিবারের তরফে মাটিগাড়া থানায় একটি অভিযোগও জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ দাস (৫১)। তিনি মাটিগাড়ার ফাঁসিদেওয়া মোড় এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ বাইক দুর্ঘটনায় তিনি হাতে চোট পান। তাতে শিবমন্দিরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে তার হাতে অস্ত্রোপচার করা হলেও ওই দিন রাতে তিনি মারা যান। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হাতের অস্ত্রোপচার করতে গিয়ে রোগীর মৃত্যুর ঘটনায় পরিবারের লোকেরা হতবাক। ওই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান পরিবারের লোকেরা। নার্সিংহোমের চিকিৎসক সৌভিক রায় বলেন, “হাতের অস্ত্রোপচার ঠিক ভাবেই করেছিলাম। কিন্তু অজ্ঞান করার পদ্ধতিতে কোথাও সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। সে সময় অক্সিজেনের ঘাটতি দেখা দেয় রোগীর শরীরে। এই অবস্থায় আইসিইউ’র মতো পরিকাঠামো দরকার ছিল। তা এই নার্সিংহোমে ছিল না। সে জন্য সমস্যা হয়েছে।” কিন্তু পরিকাঠামো না থাকা সত্ত্বেও কেন সেখানে এ ভাবে অস্ত্রোপচার করা হয়েছিল। চিকিৎসক জানান, রোগীর পরিবারের মত নিয়েই অস্ত্রোপচার করা হয়েছে। নার্সিংহোমের কর্ণধার বিমলা কুজুর বলেন, “বিষয়টি নিয়ে চিকিৎসকের সঙ্গে বিস্তারিত কথা বলছি।’২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার চেকপোস্টের কাছে বাইকের সামনে একটি ছাগল আচমকা চলে এলে দুর্ঘটনায় পড়েন সুভাষবাবু। তাঁর ডান হাতে গুরুতর চোট লাগে। পরিবারের লোকেরা তাঁকে প্রাথমে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ইঞ্জেকশন দেওয়া ছাড়া ভাল মতো চিকিৎসা হচ্ছে না দেখে পরিবারের লোকেরা নার্সিংহোমে নিয়ে যেতে যান। মাটিগাড়ার মেডিক্যাল মোড়ের নার্সিংহোমে যোগাযোগ করা হলে তাঁরা রোগীর পরিবারকে সৌভিকবাবুর ফোন নম্বর দিয়ে যোগাাযোগ করতে বলেন। সৌভিকবাবু মেডিক্যাল কলেজ হাসপাতালেরই চিকিৎসক। রোগীর লোকেরা সৌভিকবাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সুভাষবাবুকে দেখতে যান। এর পর তাঁর নির্দেশে রোগীকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, রবিবার বিকেল ৪ টা নাগাদ অস্ত্রোপচার করা হয়। ৭ টা নাগাদ চিকিৎসক জানান রোগী সুস্থ রয়েছে। আধ ঘন্টার মধ্যে শয্যায় দেওয়া হবে। কিন্তু রাত ১০ টা পর্যন্ত রোগীকে শযায় দেওয়া হচ্ছেনা দেখে রোগীর লোকদের সন্দেহ হয়। এর পর রাত ১১ টা নাগাদ রোগীর পরিবারকে জানানো হয় রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। এখানে পরিকাঠামো না থাকায় অন্য নার্সিংহোমে নিতে হবে। এর পর রোগীকে অক্সিজেন, স্যালাইন না দিয়েই দাগাপুরে অন্য একটি নার্সিংহোমে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সুভাষবাবুর মেয়ে সায়ন্তী বলেন, “চিকিৎসার গাফিলতিতেই বাবাকে হারাতে হল। দোষীদের শাস্তি চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE