Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জলঙ্গিতে আক্রান্ত চিকিৎসক

ফের আক্রান্ত চিকিৎসক। দেরিতে আসার অভিযোগে জলঙ্গির সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। মূল অভিযুক্ত গিয়াসউদ্দিন শেখ পেশায় শিক্ষক। রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
জলঙ্গি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০৩:০৯
Share: Save:

ফের আক্রান্ত চিকিৎসক। দেরিতে আসার অভিযোগে জলঙ্গির সাদিখাঁরদেয়াড় গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে।

মূল অভিযুক্ত গিয়াসউদ্দিন শেখ পেশায় শিক্ষক। রবিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। গিয়াসউদ্দিনের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক নূরউজ্জমান সরকারকে বারবার ডেকেও পাওয়া যায়নি। পরে অন্য এক চিকিৎসক এসে তাঁর চিকিৎসা করেন। তাঁর দাবি, পরে নূরউজ্জমান এলে তাঁর পরিবারের সঙ্গে বচসা এবং সামান্য ধস্তধস্তি হয়।

এ দিকে সাদিখাঁরদেয়াড় গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য চিকিৎসক নূরউজ্জমান সরকার জলঙ্গি থানায় গিয়াসউদ্দিন-সহ দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “ডাক পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমি রোগীকে দেখতে যাই। কিন্তু তখনই তাঁর আত্মীয়রা আমার উপর চড়াও হয়। মারধর করে। কেন এমন আচরণ তা বুঝতেই পারছি না। পুলিশে অভিযোগ জানিয়েছি।” আহত চিকিৎসককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ জানিয়েছেন, “চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়াসউদ্দিন এবং তাহেরুল শেখ নামে তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”

জলঙ্গির বিএমওএইচ অমর ঘোষ জানিয়েছেন, “প্রাথমিক ভাবে জানতে পেরেছি শৌচাগারে থাকায় ওই চিকিৎসকের পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। রোগীর আত্মীয়রা এমন আচরণ কেন করলেন তা খতিয়ে দেখা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jalangi doctor attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE