থ্যালাসেমিয়া নিয়ে সম্প্রতি এক সচেতনতা শিবির হয়ে গেল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে। কলেজের জাতীয় সেবা প্রকল্প এবং কলকাতা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় শিবিরটি। উপস্থিত ছিলেন রাজ্য থ্যালাসেমিয়া সচেতনতা সেলের আধিকারিক মৌমিতা বিশ্বাস, শ্যামপুর কলেজের অধ্যক্ষ সন্তু কুমার বসু, উলুবেড়িয়ার এসডিপিও শ্যামল সামন্ত প্রমুখ। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ৮০ জন থ্যালাসেমিয়া পরীক্ষা করান।