Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দালাল রুখতে হাসপাতালে সিসিটিভি

দালালরাজ ঠেকাতে রামপুরহাট জেলা হাসপাতালে বসছে সিসিটিভি। বৃহস্পতিবার হাসপাতালে প্রিপেড অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চে দালালরাজ নিয়ে অভিযোগ জানান রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস। তিনি বলেন, “হাসপাতালে দালালরাজ ঠেকাতে প্রশাসন তত্‌পর। খুব শীঘ্রই মহিলা বিভাগে এবং পুরুষ বিভাগে সিসিটিভি বসানো হবে।” আগামী সোমবার তিনি এ নিয়ে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকও ডেকেছেন।

অ্যাম্বুল্যান্স চালকদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র

অ্যাম্বুল্যান্স চালকদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০২:১৩
Share: Save:

দালালরাজ ঠেকাতে রামপুরহাট জেলা হাসপাতালে বসছে সিসিটিভি। বৃহস্পতিবার হাসপাতালে প্রিপেড অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চে দালালরাজ নিয়ে অভিযোগ জানান রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস। তিনি বলেন, “হাসপাতালে দালালরাজ ঠেকাতে প্রশাসন তত্‌পর। খুব শীঘ্রই মহিলা বিভাগে এবং পুরুষ বিভাগে সিসিটিভি বসানো হবে।” আগামী সোমবার তিনি এ নিয়ে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকও ডেকেছেন।

রামপুরহাট হাসপাতালে প্রিপেড অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দিন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা দফতরের প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “দালালরা হাসপাতালের ভিতর চিকিত্‌সকদের কাছ থেকে প্রেসক্রিপশন ছিনিয়ে রোগীদের রেফার করে দিচ্ছেন! চিকিত্‌সকদের একাংশের সঙ্গে দালালদের যোগসাজসে দালালরা ভর্তি থাকা রোগীদের ইঞ্জেকশান দিচ্ছেন।” তিনি নিজে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য।

মহকুমাশাসক জানান, যদি দেখা যায় কোনও চিকিত্‌সকের সঙ্গে বাইরের কোনও লোক ঘুরছে সে ক্ষেত্রে চিকিত্‌সকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চিকিত্‌সকের সঙ্গে থাকা দালালের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এ দিন আশিসবাবু আরও অভিযোগ করেন, হাসপাতালের অনেক চিকিত্‌সক সরকারি নির্দেশ না মেনে হাসপাতালের ন্যয্য মূল্যের ওষুধের দোকানে যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেই সমস্ত ওষুধ লিখছেন না। সম্প্রতি রামপুরহাট হাসপাতালের এক চিকিত্‌সককে এই অভিযোগে স্বাস্থ্য ভবন থেকে শো-কজ করা হয়েছে। আশিসবাবু এ দিন সে কথা মনে করিয়ে দিয়ে চিকিত্‌সকদের সাবধান করে বলেন, সরকারি নির্দেশ না মানলে তাঁর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হবে। এক্ষেত্রে কোনও রেয়াত নেই বলে আশিসবাবু চিকিত্‌সকদের সতর্ক করে দেন। এ দিন অনুষ্ঠানে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও দালালরাজ নিয়ে বলেন, “হাসপাতালের ভিতর কোনও রকম দালালি বরদাস্ত করা হবে না। এর জন্য পুলিশ ক্যাম্প করা হয়েছে।

১৩টি অ্যাম্বুলেন্সকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এই পরিষেবার আওতায় আনা হয়েছে। এ দিন তিনজন অ্যাম্বুলেন্স মালিককের হাতে প্রশাসনের চুক্তিপত্র তুলে দেওয়া হয়। প্রশাসনিক হস্তক্ষেপে খুশি অ্যাম্বুলেন্স মালিককেরা। হাসপাতাল সুপার সুবোধ কুমার মণ্ডল জানান, এই পরিষেবা চালু করার জন্য রামপুরহাট মহকুমাশাসককে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে খারাপ হয়ে থাকা হাসপাতালের একটি মাত্র অ্যাম্বুলেন্স খুব শীঘ্রই ঠিক করা হবে বলে তিনি আশ্বাস দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE