সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে অনেক কিছুই। বিনোদুনিয়ায় নিজের জায়গা বেশ পোক্ত করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। মূলত অতিমারির সময়ে যখন হল-মাল্টিপ্লেক্সের দরজা বন্ধ ছিল, তখন ওটিটি প্ল্যাটফর্মগুলিতে মনে মজেছিল দর্শকদের। ডিজিটাল মাধ্যম কিন্তু এর আগেও ছিল। তবে লকডাউনের সময় থেকে মূলত বাড়তে থাকে ওটিটিগুলির রমরমা। পঙ্কজ ত্রিপাঠী, সুস্মিতা সেন, বিদ্যা বালন, মনোজ বাজপেয়ী, রাধিকা আপ্তে, সামান্থা প্রভু প্রমুখ অভিনেতারা নিজেদের জাত নতুন করে চিনিয়ে দিলেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বিভিন্ন সিরিজের হাত ধরেই। হলিউড, বলিউড থেকে টলিউড, সব জায়গায় ছবিটা একইরকম।
এই সব ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে কাজের স্বাধীনতার সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন বিভিন্ন নামী পরিচালকেরা। এমন বহু সিরিজ তৈরি হয়েছে এবং হচ্ছে যা দাগ কেটে যাচ্ছে মনে। বেশ কিছুদিন আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য 'মন্দার'এর হাত ধরেই পরিচালক হিসেবে ডেবিউ করেন। 'মন্দার' প্রশংশিত হয়েছে নিজ গুণেই।
চলুন দেখেনি এই বর্ষার মরশুমে কোন কোন সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছে।