Advertisement
E-Paper

স্কুটারে চেপে সারমেয়দের মজার সওয়ারি, দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটার চালাচ্ছেন। তাতে রয়েছে আরও তিন সওয়ারি। আর সেই সওয়ারিদের দেখলে অবাক হয়ে যাবেন। অসম্ভব ভারসাম্য বজায় রেখে স্কুটারের পিছনের আসনে বসে থাকা সেই সওয়ারি হল ওই ব্যক্তির দুই পোষ্য।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ১৬:৪৯
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি।

মানুষই একমাত্র স্কুটার রাইডিংয়ে চোস্ত, এমনটা কিন্তু নয়। এই ব্যাপারটিতে মানবকুলকেও পুরোদমে পাল্লা দিতে পারে পোষ্যরাও। কথাটা বিশ্বাস হচ্ছে না? সম্প্রতি তেমনই একটি দৃশ্য ধরা পড়ল দিল্লির রাস্তায়। সেই দৃশ্য এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটার চালাচ্ছেন। তাতে রয়েছে আরও তিন সওয়ারি। আর সেই সওয়ারিদের দেখলে অবাক হয়ে যাবেন। অসম্ভব ভারসাম্য বজায় রেখে স্কুটারের পিছনের আসনে বসে থাকা সেই সওয়ারি হল ওই ব্যক্তির দুই পোষ্য। যেন ব্যালান্সের খেলা দেখাচ্ছে তারা। এক হাতে স্কুটারের পিকআপ ধরা, অন্য হাতে এক সারমেয়। পিছনে বসা আরও দুই সারমেয়— এমন একটা দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরাও হতভম্ব! কোনও সিট বেল্ট বাঁধা ছিল, এমনটা ভাবলেও কিন্তু ভুল হবে!

দিল্লির আইটিও এবং বিকাশ মার্গ সংলগ্ন রাস্তায় দারুণ এই দৃশ্যকে চটপট ক্যামেরাবন্দি করেন কাহান বক্সী নামে এক ব্যক্তি। তিনি ৪ জুলাই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। এর মধ্যেই সেটা ২ লক্ষ ২০ হাজার মানুষ দেখে ফেলেছেন। প্রায় দু’হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন।

আরও পড়ুন: গুরু পূর্ণিমায় ২ কেজির সোনার পাদুকা দান সাঁইবাবার মন্দিরে

ফেসবুকে কাহান জানিয়েছেন, কালকাজি যাওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যায় এই দৃশ্য দেখেন। ভিডিওতে সারমেয়গুলির মালিককে সনাক্ত করা যায়নি ঠিকই, তবে ওই ভিডিওটির নীচে অনেকেই কমেন্ট করেছেন যে, মাঝে মধ্যেই তাঁরা দিল্লির রাস্তায় ওই ব্যক্তিকে কুকুরদের নিয়ে স্কুটারে যাতায়াত করতে দেখেছেন। একজন ভিডিওটি ‘‌ডগস ডে আউট’‌ লিখে রিপোস্ট করেন। ফেসবুক ব্যবহারকারী অন্য একজন বলেন, ‘‌‘আমি মাঝে মাঝেই সর্দারজীকে তাঁর পোষ্যদের নিয়ে স্কুটারে যেতে দেখি। তিনি বহু বছর ধরে লক্ষ্মীনগর উড়ালপুল থেকে আইটিও ব্রিজ পর্যন্ত তাঁর পোষ্যদের নিয়ে যাতায়াত করেন।’’ আবার এক ব্যক্তি হেলমেট না পরে স্কুটার রাইডিংয়ের ব্যাপারটিও সামনে এনেছেন। তিনি লেখেন, ‘‘হেলমটহীন অবস্থাতেই স্কুটারে চারজন’’। তবে যাই হোক, পোষ্যদের স্কুটার রাইড আউট ভিডিওটি দেখে মজা পাচ্ছেন বহু মানুষ।

দেখুন সেই ভিডিও

Bizzare Viral Video Dog Scooter Ride New Delhi Facebook Facebook Post ভাইরাল ভিডিও
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy