Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National News

ঔরঙ্গজেবের খুনে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রীয় রাইফেলসের তিন জওয়ান

সেনা সূত্রে খবর, আটক ওই তিন জওয়ান হলেন আবিদ ওয়ানি, তাজামুল আহমেদ এবং আদিল ওয়ানি। এঁদের মধ্য দু’জন পুলওয়ামার এবং এক জন কুলগামের বাসিন্দা।

সেনা জওয়ান ঔরঙ্গজেব। ফাইল চিত্র।

সেনা জওয়ান ঔরঙ্গজেব। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৭
Share: Save:

সেনা জওয়ান ঔরঙ্গজেবের সব গতিবিধির খবর নাকি জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছিল তাঁরা। শুধু তাই নয়, ঔরঙ্গজেবকে অপহরণ ও খুনেও সহযোগিতা করেছিল। রাষ্ট্রীয় রাইফেলসের তিন জওয়ানের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ও সন্দেহে তিন জনকে আটক করে জেরা করছে সেনা।

সেনা সূত্রে খবর, আটক ওই তিন জওয়ান হলেন আবিদ ওয়ানি, তাজামুল আহমেদ এবং আদিল ওয়ানি। এঁদের মধ্য দু’জন পুলওয়ামার এবং এক জন কুলগামের বাসিন্দা। ঔরঙ্গজেবের হত্যার তদন্ত করতে গিয়েই সেনার হাতে উঠে আসে রাষ্ট্রীয় রাইফেলস-এর তিন জওয়ানের নাম। তার পরই তাঁদের আটক করে সেনা।

জম্মুর পুঞ্চে মেন্ধরের বাসিন্দা ঔরঙ্গজেবের বাবা ও কাকাও কাজ করতেন সেনায়। তাঁর ভাইও সেনা জওয়ান। রাষ্ট্রীয় রাইফেলসের যে অভিযানে জঙ্গি নেতা সামির টাইগার নিহত হয় তাতে অংশ নিয়েছিলেন ঔরঙ্গজেব। গত বছরের জুনে ইদ উপলক্ষে গাড়িতে করে পুঞ্চে নিজের বাড়িতে ফিরছিলেন ঔরঙ্গজেব। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা থেকে তাঁকে অপহরণ করে জঙ্গিরা। দু’দিন পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ঔরঙ্গজেবের মাথায় ও ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া যায়।

আরও পড়ুন: ৮০ বছরে গলে যাবে হিমালয়ের অর্ধেক বরফ! শুকিয়ে যাবে গঙ্গা, ব্রহ্মপুত্র!

আরও পড়ুন: ১৪ সাফাইকর্মী পদে ৪,৬০০ আবেদনকারী, প্রতিযোগিতায় এমবিএ, ইঞ্জিনিয়াররাও

ঔরঙ্গজেবের মৃত্যুর পরই ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়। ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে তিনি নিজেই পদক্ষেপ করবেন বলে হুমকি দেন ঔরঙ্গজেবের বাবা। তাঁর সঙ্গে আলাদা আলাদা ভাবে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এবং সেনা প্রধান বিপিন রাওয়াত। গত বছরই ঔরঙ্গজেবকে মরণোত্তর শৌর্য চক্র দেওয়া হয়।

দু’দিন আগেই জম্মুর বিজয়পুরে সভা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বিজেপিতে যোগ দেন ঔরঙ্গজেবের বাবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE