Advertisement
২০ এপ্রিল ২০২৪
national news

হাতির পর এ বার গর্ভবতী গরু, হিমাচলে খাওয়ানো হল বিস্ফোরক ভরা খাবার

গরুর মালিকের অভিযোগ, বিলাসপুরের দাহড় গ্রামে তাঁর বাড়ি থেকে ২০ মিটার দূরে রাত সওয়া ৮টা নাগাদ গরুটি যখন চরে বেড়াচ্ছিল, তখনই তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ জুন ২০২০ ১৩:৪৬
Share: Save:

গর্ভবতী হাতির পর এ বার হামলা গর্ভবতী গরুর উপর। কেরলের মর্মান্তিক ঘটনার পর একই ঘটনা ঘটল হিমাচল প্রদেশেও। বিস্ফোরক ভরা খাবার খাওয়ানো হল একটি গর্ভবতী গরুকে। তার পর গরুর মুখের মধ্যেই বিস্ফোরণ। তাতে উড়ে গেল গরুর মুখের কিছুটা অংশ। তবে গরুটি এখনও বেঁচে রয়েছে। গরুর মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার এক জনকে গ্রেফতার করেছে।

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় শিমলার কাছাকাছি একটি এলাকার ঘটনা। গরুর মালিকের অভিযোগ, বিলাসপুরের দাহড় গ্রামে তাঁর বাড়ি থেকে ২০ মিটার দূরে রাত সওয়া ৮টা নাগাদ গরুটি যখন চরে বেড়াচ্ছিল, তখনই তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান।

মালিক গার্দিয়াল সিংহ তাঁর গর্ভবতী গরুকে বিস্ফোরক ভরা খাবার খাওয়ানোর অভিযোগ করেছেন বিলাসপুরের দাহড় গ্রামের পড়শি নন্দলাল ধীমানের বিরুদ্ধে। একটি ভিডিয়োয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- মোট আক্রান্তে স্পেনকে টপকে বিশ্বে পাঁচ নম্বরে ভারত

আরও পড়ুন- ‘ভ্যাকসিন তৈরি, শুধু...’, চাপের মুখে ট্রাম্প-বার্তা​

বিলাসপুর পুলিশের এসপি দেবাকর শর্মা জানিয়েছেন, গরুর মালিকের অভিযোগের ভিত্তিতে নন্দলালকে দাহড়ে তাঁর গ্রামের বাড়ি থেকেই শনিবার গ্রেফতার করা হয়েছে।

তিনি এও জানান, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গিয়ে দেখা যায়, গরুটির মুখ আর চোয়ালের কিছুটা অংশ উড়ে গিয়েছে। গরুটিকে নিয়ে যাওয়া হয় পশু হাসপাতালে।

গত সপ্তাহের গোড়ার দিকে কেরলের পালাক্কাড় জেলায় আতসবাজি ভরা আনারস খাওয়ানো হয়েছিল একটি গর্ভবতী হাতিকে। বিস্ফোরণে প্রাণ হারায় হাতিটি। পড়ে যায় পাশের ভেল্লিয়ার নদীতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pregnant cow elephant himachal pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE