Advertisement
E-Paper

রামের মূর্তিটা আরও বেশি উঁচু হোক: আজম খান

উত্তরপ্রদেশ সরকার রামের একটি মূর্তি বসাতে চলেছে রামপুরে। যার উচ্চতা হবে ১৫১ মিটার। খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী সপ্তাহে দীপাবলী উৎসবে অযোধ্যায় গিয়ে ওই মূর্তি বসানোর কথা ঘোষণা করবেন, আনুষ্ঠানিক ভাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ১৩:৫৭
সমাজবাদী পার্টি নেতা আজম খান। রামপুরে, রবিবার। ছবি- পিটিআই।

সমাজবাদী পার্টি নেতা আজম খান। রামপুরে, রবিবার। ছবি- পিটিআই।

বিজেপির কাছে এখন রাম বড় নাকি সর্দার বল্লভভাই পটেল, কৌশলে সেই প্রশ্নটাই উস্‌কে দিলেন সমাজবাদী পার্টির নেতা আজম খান! বললেন, ‘‘রামের মূর্তি তো সর্দার বল্লভভাই পটেলের মূর্তি (স্ট্যাচু অফ ইউনিটি)-র চেয়েও বেশি উঁচু হওয়া উচিত!’’

উত্তরপ্রদেশ সরকার রামের একটি মূর্তি বসাতে চলেছে রামপুরে। যার উচ্চতা হবে ১৫১ মিটার। খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী সপ্তাহে দীপাবলী উৎসবে অযোধ্যায় গিয়ে ওই মূর্তি বসানোর কথা ঘোষণা করবেন, আনুষ্ঠানিক ভাবে।

দিনকয়েক আগেই গুজরাতের নর্মদা জেলার সাধু-বেত দ্বীপে সর্দার বল্লভভাই পটেলের ১৮২ মিটার উঁচু একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রয়াত পটেলের ১৪৩ তম জন্মদিনে। পটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী। বিশ্বের সর্বোচ্চ ওই মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ বসানো হয়েছে ২০ হাজার বর্গ মিটার জমির ওপর।

আরও পড়ুন- রাজনীতির ‘মোহরা’ বানাতেই মা-বাবা জোর করে বিয়ে দিয়েছিলেন, বিস্ফোরক লালুপুত্র​

আরও পড়ুন- ডিসেম্বরেই রাম মন্দির তৈরির কাজ শুরু করতে হবে, হুঙ্কার সাধুদের​

এ দিন আজম বলেন, ‘‘বল্লভভাই পটেলের মূর্তি বসানোর সময় কি রামের মূর্তি বসানোর কথাটা মাথায় ছিল না? রামের মূর্তি বসানোর বিরোধিতা কেই বা করবেন? আমি তো চাই, রামপুরে ‘স্ট্যাচু অফ ইউনিটি’র চেয়েও উঁচু মূর্তি বসানো হোক রামের।’’

Lord Ram Azam Khan Yogi Adityanath আজম খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy