Advertisement
২৩ এপ্রিল ২০২৪

এখনও বিক্ষোভ-ধর্না নিষিদ্ধই, জানালেন জম্মু ও কাশ্মীরের ডিজি

সরকারি সূত্রের দাবি, কাশ্মীরে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে কোনও জমায়েতেরই অনুমতি দেওয়ার প্রশ্ন নেই। 

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সং‌বাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৯ ০৩:৪২
Share: Save:

কাশ্মীরে এখন কোনও বিক্ষোভ-ধর্নার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ। সম্প্রতি শ্রীনগরের প্রতাপ সিংহ পার্কে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন ফারুক আবদুল্লার বোন সুরাইয়া ও মেয়ে সাফিয়া-সহ ১৩ জন মহিলা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তাঁরা।

এ নিয়ে প্রশ্নের জবাবে দিলবাগ বলেন, ‘‘কাশ্মীরের পরিস্থিতি আগে আরও স্থিতিশীল হওয়া প্রয়োজন। তার আগে কোনও বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না।’’ তাঁর দাবি, সে দিনের বিক্ষোভে মহিলারা যে সব প্ল্যাকার্ড হাতে নিয়ে এসেছিলেন তার মধ্যে কয়েকটিতে এমন বার্তা ছিল যার জেরে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই পদক্ষেপ করতে হয়েছে। দিলবাগের বক্তব্য, ‘‘উস্কানি কেবল কথায় হয় না। প্ল্যাকার্ডে বার্তা দিয়েও উস্কানি দেওয়া যেতে পারে।’’ তাঁর কথায়, ‘‘এখন কোনও বিক্ষোভেরই অনুমতি দেওয়া হবে না। পরিস্থিতির আরও উন্নতি হলে তখন অনুমতির কথা ভেবে দেখা যেতে পারে।’’

সরকারি সূত্রের দাবি, কাশ্মীরে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে কোনও জমায়েতেরই অনুমতি দেওয়ার প্রশ্ন নেই।

কিন্তু নানা শিবির থেকে প্রশ্ন উঠছে, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই জানিয়েছেন কাশ্মীরে এখন কোনও নিষেধাজ্ঞা নেই। পরিস্থিতি স্বাভাবিক। তা হলে শান্তিপূর্ণ বিক্ষোভ-জমায়েতের অনুমতি দেওয়া হচ্ছে না কেন? জবাবে সরকারি কর্তারা জানাচ্ছেন, শাহ ৬টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কথা বলেছেন। জানিয়েছেন উস্কানি বরদাস্ত করা হবে না। ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস উস্কানি দিচ্ছে বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে এমন ঘটনার ক্ষেত্রে পুলিশ পদক্ষেপ করবেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE