Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Priyanka Gandhi

বিজেপি নেতারা প্রিয়ঙ্কাকে ভয় পান, দাবি রাজ বব্বরের

এ বছর লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় রাজনীতিতে যোগ দেন প্রিয়ঙ্কা গাঁধী। দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন তিনি।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৯
Share: Save:

দীর্ঘ জল্পনার পর রাজনীতিতে যোগ দিয়েছেন বটে। তবে নির্বাচনে দাঁড়াননি এখনও পর্যন্ত। সেই প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকেই বিজেপি নেতারা ভয় পান বলে দাবি করলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। তাঁর কথায়, ‘‘বিজেপি নেতারা যদি কাউকে ভয় পান, তিনি হলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাই ওঁর কোনও প্রশ্নের জবাব দেওয়ার সাহস পান না।’’

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি এমন মন্তব্য করেন রাজ বব্বর। তিনি বলেন, ‘‘বিজেপি নেতারা যদি কাউকে ভয় পেয়ে থাকেন, তিনি হলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাই ওঁর কোনও প্রশ্নের জবাব দিতে পারেন না ওঁরা। বিজেপির ধারণা, প্রিয়ঙ্কার যুক্তি এবং উদ্বেগ শুধু টুইটারের মধ্যেই সীমাবদ্ধ। আসলে তা নয়। প্রিয়ঙ্কা যুক্তি মেনে মানুষও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। সব কিছু দেখেও না দেখার ভান করছেন বিজেপি নেতারা। দলের ক্ষমতাশালীরাই তাঁদের দমিয়ে রেখেছেন।’’

এ বছর লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় রাজনীতিতে যোগ দেন প্রিয়ঙ্কা গাঁধী। দলের সাধারণ সম্পাদক নিযুক্ত হন তিনি। তা সত্ত্বেও কংগ্রেসের ভরাডুবি আটকানো যায়নি। এ বার কি তাহলে প্রিয়ঙ্কাকেই সরাসরি দলের মুখ করে আনার চিন্তা-ভাবনা চলছে? জবাবে রাজ বব্বর বলেন, ‘‘নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উনি। দলের প্রত্যেকের ওঁর উপর পূর্ণ আস্থা রয়েছে।’’

আরও পড়ুন: কে আগে বলবেন, মোদী না ট্রাম্প? ‘হাউডি মোদী’ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে হিউস্টনে

আরও পড়ুন: হিউস্টনে মোদী থাকাকালীনই আমেরিকায় ইমরান, পৌঁছলেন সৌদি যুবরাজের বিমানে​

এখনও পর্যন্ত একমাত্র কংগ্রেসই বিজেপিকে কড়া টক্কর দিতে পারে বলেও দাবি রাজ বব্বরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Gandhi BJP Congress Raj Babbar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE