Advertisement
E-Paper

তাড়কা রাক্ষসীর সঙ্গে মমতার তুলনা, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

আসন্ন লোকসভা নির্বাচনের আগে গত কয়েক মাস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলার সরকারের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:১৬
মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিল ভিজ।—ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিল ভিজ।—ফাইল চিত্র।

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা অনিল ভিজের। এ বার তাঁর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামায়ণে উল্লিখিত তাড়কা রাক্ষসীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর তুলনা টানলেন তিনি। রবিবার বাংলায় যোগী আদিত্যনাথের সভা ছিল। কিন্তু তাঁর হেলিকপ্টার নামতে দেয়নি তৃণমূল সরকার। রাতে আবার সিবিআইয়ের সঙ্গে ঝামেলায় জড়ায় তারা। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবে সিবিআই-কে সক্রিয় করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন মমতা। দিনভর এই ঘটনবলীর প্রেক্ষিতেই এমন তুলনা টানেন হরিয়ানায় বিজেপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী।

রবিবার নিজের টুইটার হ্যান্ডলে অনিল ভিজ লেখেন, ‘ছোটবেলায় রামলীলা দেখতে যেতাম। তাতে একটি দৃশ্য ছিল, যেখানে মুনি-ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিত তাড়কা রাক্ষসী। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ তেমনই। কখনও অমিত শাহের রথযাত্রা আটকে দিচ্ছেন, তো কখনও আবার যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামতে দিচ্ছেন না। কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন বোধহয়। বাংলা কারও বাবার সম্পত্তি নয়, আমাদের সকলের। প্রজাতান্ত্রিক দেশের যে কোনও প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে সকলের। বাংলায় রাজনৈতিক কর্মসূচি চালানোর অধিকার রয়েছে সব দলের।’

আদিত্যনাথের হেলিকপ্টার অবতরণ করতে না দেওয়ায় এর আগে মমতাকে রামায়ণের নাগমাতা সুরসা সঙ্গে তুলনা করেছিলেন আরও এক বিজেপি নেতা। তিনি উত্তরপ্রদেশের বালিয়ার নেতা সুরেন্দ্র সিংহ। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘সীতার খোঁজে লঙ্কাযাত্রা করতে গেলে হনুমানকে বাধা দেন সুরসা। তাঁকে দেখেই বোধহয় অনুপ্রাণিত হয়েছেন মমতা। কারণ মোদীজি যদি ভগবান রাম হন, তাহলে যোগীজি হনুমান।’’

অনিল ভিজের টুইট।

আরও পড়ুন: ধর্নার ১৮ ঘণ্টা: ধর্না চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ঘোষণা মমতার​

আরও পড়ুন: ভিডিয়ো-সহ সুপ্রিম কোর্টে সিবিআই, ‘তথ্য লোপাটের’ প্রমাণ চাইলেন গগৈ, কাল শুনানি​

আসন্ন লোকসভা নির্বাচনের আগে গত কয়েক মাস ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন বাংলার সরকারের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। যাতে নয়া সংযোজন চিটফান্ড কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা। তবে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিজেপি নেতাদের কটাক্ষের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতা দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘‘এ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা যাবে না। ঝাঁসির রানির কথা বোধহয় শুনে থাকবেন ওঁরা...’’

CBI vs Kolkata Police Mamata Banerjee CBI Anil Vij Trinamool BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy