Advertisement
E-Paper

কোন পরিবারকে ঘুষ দেওয়া হয় অগুস্তা কাণ্ডে? নতুন নথি নিয়ে তোলপাড়

ক্রিশ্চিয়ান মিশেলকে দুবাই থেকে দিল্লিতে নিয়ে আসার পর এই ‘দ্য ফ্যাম’-এর পরিচয় জানারই চেষ্টা করবে সিবিআই। যে তিন দালালের বিরুদ্ধে অগুস্তা কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল মিশেল তাঁদের মধ্যে অন্যতম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৮
মিশেলের কাছ থেকে কি মিলবে ‘দ্য ফ্যাম’-এর হদিশ?

মিশেলের কাছ থেকে কি মিলবে ‘দ্য ফ্যাম’-এর হদিশ?

‘দ্য ফ্যাম’ অর্থাৎ ‘দ্য ফ্যামিলি’। অগুস্তা কেলেঙ্কারিতে এই ব্যক্তি বা পরিবারকেই দেওয়া হয়েছিল ২২,০০০ ইউরো বা ১৭ লক্ষ টাকা। মিলান আদালতের একটি নথিতে পাওয়া গেল এই তথ্য। যদিও ‘দ্য ফ্যাম’ বলতে কাকে বোঝানো হয়েছে, সেই তথ্য মিলছে না কোথাও । আপাতত সেই রহস্যের উদঘাটনেই অভিযুক্ত দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে জেরা করবে সিবিআই। ‘দ্য ফ্যাম’-এর কাছে এই টাকা যে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই প্রমাণ মিলেছে মিলানের আদালতের একটি রায়ে। সংবাদ মাধ্যম এনডিটিভি-র কাছে সেই রায়ের নথি পৌছেছে বলে দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দু’টি কিস্তিতে সাড়ে আট লক্ষ করে টাকা পৌঁছে দেওয়া হয়েছিল ‘দ্য ফ্যাম’-এর কাছে। যা সব মিলিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা।

ক্রিশ্চিয়ান মিশেলকে দুবাই থেকে দিল্লিতে নিয়ে আসার পর এই ‘দ্য ফ্যাম’-এর পরিচয় জানারই চেষ্টা করবে সিবিআই। যে তিন দালালের বিরুদ্ধে অগুস্তা কেলেঙ্কারিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল মিশেল তাঁদের মধ্যে অন্যতম। তবে টাকা যে দেওয়া হয়েছিল তা নিশ্চিত মিলান আদালতের এই নথি সামনে নিয়ে আসায়। ক্রিশ্চিয়ান মিশেলের কাছে এই ‘দ্য ফ্যাম’-এর পরিচয় থাকতে পারে। কারণ আদালতের নথিতে দেখা যাচ্ছে, এই টাকা দেওয়ার সময় মিশেল একটি চিঠিতে ‘ক্ষতিপূরণ’ মন্তব্য করে পাঠিয়েছেন আরেক অভিযুক্ত দালাল গুইদো হাশকের কাছে। যদিও ‘দ্য ফ্যাম’ বলতে কাকে বোঝানো হচ্ছে, রহস্যজনক ভাবে মিশেলের চিঠিতে তার কোনও উল্লেখ নেই।

‘দ্য ফ্যাম’ নিয়ে তোলপাড় ভারতের রাজনীতিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ‘দ্য ফ্যাম’ বলতে গাঁধী পরিবারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। কারও আবার অভিযোগ, ‘দ্য ফ্যাম’ বলতে বোঝানো হয়েছে প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর পরিবারকে। তাঁর সুপারিশেই ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনার বরাত পায় অগুস্তা ওয়েস্টল্যান্ড। উঠেছে এই অভিযোগও। কংগ্রেসের অবশ্য অভিযোগ, রাফাল দুর্নীতির কোনও জবাব দিতে না পারাতেই চপার মামলা ফিরিয়ে নিয়ে এসে জলঘোলা করার চেষ্টা করছে বিজেপি।

আরও পড়ুন: ছক কষেই কি হত্যা? সুবোধের বদলি চেয়ে সাংসদকে চিঠি দিয়েছিল বুলন্দশহরের বিজেপি নেতারা

আরও পড়ুন: অগুস্তাকে ছাড় দেন মোদীই, দাবি কংগ্রেসের

(ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।)

Christian Michel Agusta Scam CBI The Fam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy