Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

দিল্লিতে আপের সঙ্গে জোটে কার্যত না কংগ্রেসের, জানালেন কেজরীওয়াল

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দেশবাসীর জন্য চিন্তিত। তাই আমরা (জোটের বিষয়ে) বেশি আগ্রহী ছিলাম। কিন্তু কংগ্রেস জোটকে একপ্রকার ‘না’ করেই দিয়েছে।’’ যদিও আপের একটি সূত্রে খবর, এখনও জোট করার প্রচেষ্টা জারি রয়েছে, আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে।

সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল। ছবি: টুইটার থেকে নেওয়া

সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল। ছবি: টুইটার থেকে নেওয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৭
Share: Save:

জল্পনাই সত্যি হল। বুধবার রাতেও একসঙ্গে বৈঠক করেছেন রাহুল গাঁধী-অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু তার পরও ভেস্তে গেল কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট। লোকসভা ভোটে আম আদমি পার্টির (আপ) সঙ্গে জোটে ‘কার্যত না’ করে দিয়েছে কংগ্রেস। এ কথা জানালেন খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল।

বুধবারই দিল্লির যন্তরমন্তরে বিরোধীদের ধর্না হয়েছে। ধর্নার আয়োজক ছিল আপ। তাতে রাহুল গাঁধী না গেলেও প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন আনন্দ শর্মাকে। তার পর রাতে এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে রাহুল গাঁধী, কেজরীওয়াল এবং পওয়ারের বৈঠক হয়। ওই বৈঠকে জোট প্রসঙ্গে কোনও কথা হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বলেও বৃহস্পতিবার কেজরীওয়াল জানিয়ে দিলেন, কংগ্রেস দিল্লিতে আপের সঙ্গে জোটে রাজি হয়নি।

দিল্লিতে এ দিন সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দেশবাসীর জন্য চিন্তিত। তাই আমরা (জোটের বিষয়ে) বেশি আগ্রহী ছিলাম। কিন্তু কংগ্রেস জোটকে একপ্রকার ‘না’ করেই দিয়েছে।’’ যদিও আপের একটি সূত্রে খবর, এখনও জোট করার প্রচেষ্টা জারি রয়েছে, আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে।

আরও পড়ুন: ডুবছে পিএফ-পেনশনের ২০ হাজার কোটি, অবসরের পাওনা অনিশ্চিত ১৪ লক্ষ কর্মীর

আরও পড়ুন: অনিল অম্বানীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ বদলে গেল ওয়েবসাইটে! বরখাস্ত দুই সহ-রেজিস্ট্রার

বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদী সরকারকে উৎখাত করতে লোকসভা ভোটে বিরোধী দলগুলি একজোট হয়ে লড়বে। তবে পশ্চিমবঙ্গ এবং দিল্লির বিষয়ে ‘এখনও সিদ্ধান্ত হয়নি’ বলেও জানান মমতা।তখন থেকেই দুই রাজ্যে কংগ্রেসের সঙ্গে আপ বা তৃণমূলের জোট হচ্ছে না বলেই রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হচ্ছিল। এ বার সেই ঘোষণাই করে দিলেন কেজরীওয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE