মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হল আরও এক জনের। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, মুম্বইয়ের কস্তুরবা গাঁধী হাসপাতালে ভর্তি ছিলেন ৬৫ বছরের। সোমবার মৃত্যু হয় তাঁর।
গত ১৫ মার্চ ওই বৃদ্ধ সংযুক্ত আরবআমিরশাহি থেকে আমদাবাদে ফিরেছিলেন। গত ২০ মার্চ তিনি মুম্বইয়ে আসেন। সর্দি-কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন কস্তুরবা গাঁধী হাসপাতালে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
Maharashtra: A 65-year-old Coronavirus patient from UAE passed away in Mumbai yesterday. He was admitted in Kasturba Hospital. https://t.co/PSz1nXNavV
— ANI (@ANI) March 24, 2020
মহারাষ্ট্রে আগেই দু’জনের মৃত্যু হয়েছিল। এই নিয়ে করোনার হানায় তৃতীয় মৃত্যু হল রাজ্যে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ইতিমধ্যেই সংখ্যাটা পৌঁছেছে ৪৯২। মৃত্যু হয়েছে ১০ জনের।
দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৭। সংক্রমণ ঠেকাতে রাজ্য জুড়ে লকডাউন জারি করেছে সরকার।
আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্ত আরও ২ বিদেশফেরত! আজ ফের হবে পরীক্ষা
আরও পড়ুন: মাস্ক প্রয়োজনীয় নয়, বরং এর থেকে বাড়়ছে বিপদ, বলছেন বিশেষজ্ঞরা