Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

৬ মাসে দিল্লিতে করোনা আক্রান্ত ৪৭ লক্ষ! বলছে স্বাস্থ্য মন্ত্রকের সমীক্ষা

দিল্লির ১১টি জেলায় ওই সমীক্ষা চালানো হয়েছিল। ২১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ২৩:১৫
Share: Save:

দিল্লির ২৩ শতাংশ বাসিন্দাই করোনা আক্রান্ত! মঙ্গলবার এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারা জানাচ্ছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (এনসিডিসি)-এর চালানো সেরো সার্ভে-তে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে এসেছে। দেশের রাজধানীর জনসংখ্যা দু’কোটির কাছাকাছি। তার মধ্যে গত ৬ মাসে প্রায় ৪৭ লক্ষ মানুষ এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।

২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ওই গবেষণা চালিয়েছিল এনসিডিসি। তাদের সহযোগিতা করেছিল দিল্লি সরকার। সেই গবেষণাতেই উঠে এসেছে এই তথ্য। আরও জানা গিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই উপসর্গহীন।

সেরোলজিক্যাল সার্ভে কী? সেরো অর্থাৎ সিরাম বা রক্তরস। তা পরীক্ষা করেই এই সমীক্ষা করা হয়। কোনও ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমণ হলে তাঁর দেহ যে প্রোটিন তৈরি করে তাই আসলে অ্যান্টিবডি। ভাইরাসের বিরুদ্ধে ঢালের কাজ করে ওই অ্যান্টিবডি। তা রক্তে পাওয়া গেলেও নিশ্চিত হওয়া ওই ব্যক্তির শরীরে ভাইরাস সংক্রমণ ঘটেছিল। এ ক্ষেত্রে রক্তরস পরীক্ষা করে দেখা হয়েছিল, রক্তে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। সেই পরীক্ষা যে ফল এসেছে তা এ দিন জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: প্রতিবেশীর রোষে করোনা যোদ্ধার পরিবার, চিকিৎসকের দাদাকে রড দিয়ে মার-ছেঁকা

মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেরো সার্ভের মাধ্যমে জানা গিয়েছে দিল্লিতে গত ৬ মাসের মধ্যে গড়ে ২৩.৪৮ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। এই গবেষণায় এটাও ধরা পড়েছে যে, আক্রান্তরা বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গহীন। দিল্লির ১১টি জেলায় ওই সমীক্ষা চালানো হয়েছিল। নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লিখিত অনুমতি নিয়েই ওই পরীক্ষা চালানো হয়েছিল। এলিসা টেস্ট পদ্ধতি ব্যবহার করে চালানো এই পরীক্ষা দেশের মধ্যে অন্যতম বড়। এ ক্ষেত্রে ২১ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুন: রাজ্যে এক দিনে মৃত ৩৫, কলকাতায় আক্রান্ত ৬৫১, সংক্রমণের হার কমে ১৭.৩১%

এ দিন সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা সা়ডে ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৩ হাজারের কিছু বেশি মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬৩ জনের। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের এ দিনের যে তথ্য সামনে এসেছে তা অবাক করে দেওয়ার পক্ষে যথেষ্ট। যদিও স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, লকডাউন, কন্টেনমেন্ট বিধি এবং নানা নজরদারির প্রক্রিয়ার মাধ্যমে সংক্রমণে রাশ টানা গিয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার কথাও মেনে চলতে বলা হয়েছে।কিন্তু এর সঙ্গে উঠে আসছে ভিন্ন প্রশ্নও। শুধু মাত্র দিল্লির করোনা সংক্রমণের চেহারাটাই যদি এমন হয়, তা হলে গোটা দেশের চিত্রটা কেমন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE