Advertisement
০২ মে ২০২৪
Coronavirus in India

করোনা শেখাল, সঙ্কটে অস্ত্র আত্মনির্ভরশীলতা, বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর মতে, সারা দেশে গ্রামবাসীরা যে ভাবে লকডাউনের নিয়ম কানুন মেনে এগিয়ে চলেছেন, তাতে এই সঙ্কট থেকে দেশ মুক্ত হবে।

ভিডিয়ো কনফারেন্সে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

ভিডিয়ো কনফারেন্সে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। ছবি: টুইটারের ভিডিয়ো থেকে নেওয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১২:৫২
Share: Save:

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। তার মধ্যেই ‘জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস’-এ পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। যে কোনও সঙ্কটে ‘আত্মনির্ভরশীলতা’ই যে একমাত্র অস্ত্র, করোনাভাইরাস সেটা শিখিয়েছে বলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে করোনাভাইরাসের মোকাবিলায় তাঁরা কী ভাবে লড়ছেন, সেই সব বিষয়ে তাঁদের কথা শুনেছেন। এই ভাইরাসের মোকাবিলায় আরও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোর দিতে এ দিন ‘ই গ্রাম স্বরাজ’ এবং ‘সম্ভিতা যোজনা’রও সূচনা করেন তিনি।

করোনাভাইরাসের মোকাবিলায় ভারত যে ভাল লড়াই করছে, সারা বিশ্ব তার প্রশংসা করেছে। এই পরিস্থিতিতেই পঞ্চায়েত প্রধানদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘করোনাভাইরাস আমাদের অনেক পরীক্ষার মুখে ফেলেছে। কিন্তু আমরা সব সময় পরিস্থিতি থেকেই শিক্ষা নিই। কী ভাবে আমরা কোনও সঙ্কটের মোকাবিলা করব, সেটা নিয়ে ভাবতে শিখিয়েছে। আরও স্পষ্ট শিক্ষা দিয়েছে যে, বেঁচে থাকার জন্য আমাদের শুধুমাত্র নিজেদের উপরেই আস্থা রাখতে হবে।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, শহর হোক বা গ্রাম, ‘‘দৈনন্দিন জীবনে আমাদের কারও অন্যের উপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হওয়া উচিত।’’

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ইউরোপ আমেরিকার অনেক দেশের তুলনায় নিয়ন্ত্রণে। সারা বিশ্ব এ নিয়ে ভারতের প্রশংসা করছে। এ দিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সেই প্রসঙ্গও। তবে তার কৃতিত্ব দেশবাসীকেই দিয়েছেন। তাঁর মতে, সারা দেশ বিশেষ করে গ্রামবাসীরা যে ভাবে লকডাউনের নিয়ম কানুন মেনে এগিয়ে চলেছেন, তাতে এই সঙ্কট থেকে দেশ মুক্ত হবেই। তিনি বলেন, ‘‘সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরি হয়েছে যে ভারত কী ভাবে করোনার জবাব দিয়েছে। এই ভয়াবহ মহামারি এসেছে। কিন্তু ভারতীয়রা সীমিত ক্ষমতার মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করার বদলে টক্কর নিচ্ছে। প্রতিবন্ধকতা আসছে, সমস্যা আসছে। কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ভারতবাসী দেখিয়ে দিয়েছেন, দেশকে বাঁচানো এবং এগিয়ে নিয়ে যাওয়ার কাজ জারি রয়েছে।’’

আরও পড়ুন: কেরলে মৃত ৪ মাসের শিশু, দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত প্রায় ১৭০০

গ্রামবাসীদের উদ্দেশে মোদী বলেন, ‘‘গ্রামবাসীদের প্রণাম করি। দুনিয়াকে খুব সহজ শব্দে আপনারা মন্ত্র দিয়েছেন। খুব সহজ শব্দে বলে দিয়েছেন, ২ গজ দূরে থাকুন। গ্রামের মানুষ খুব বড় কাজ করেছেন। যে কোনও ধরনের সংক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছেন।’’

আরও পড়ুন: নয়া সংক্রমণ বেশি কলকাতাতেই: মুখ্যসচিব

গ্রাম পঞ্চায়েতকে শক্তিশালী করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া দরকার। উন্নত হওয়া প্রয়োজন গ্রামীণ পরিকাঠামো।’’ করোনাভাইরাসের মোকাবিলায় অনেক কষ্ট করেও কী ভাবে লড়ছেন, তার খোঁজখবর রাখছেন বলে জানিয়ে মোদী বলেন, ‘‘এই পরিস্থিতিতে গ্রামে যা কিছু চলছে, তার নিরন্তর খোঁজ নিচ্ছি। করোনা মোকাবিলায় আপনাদের পরামর্শ চাই। সারা দেশ আপনাদের কথা শুনতে চায়। দেশবাসীর কাছে যখন কঠিন মনে হচ্ছে, তখন গ্রামবাসীরাই দেখিয়ে দিয়েছে, কোনও কিছুই কঠিন নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE