Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

টিম রাহুল বিকল্প নীতি বাতলাচ্ছে

সনিয়া গাঁধীর তৈরি এই নতুন কমিটির বৈঠকে আজ রাহুল গাঁধী ফের স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস করোনা-মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার পাশাপাশি ইতিবাচক পরামর্শও দেবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২০ ০২:৩০
Share: Save:

কংগ্রেসের মন্ত্রণা কমিটি মোদী সরকারকে পরামর্শ দিল, লকডাউনের ধাক্কা সামলাতে গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৫০০ টাকা করে দেওয়া হোক। দু’দিনের মধ্যে ছোট-মাঝারি শিল্পকে চাঙ্গা করার বিস্তৃত রূপরেখা পরামর্শের আদলে মোদী সরকারেরর হাতে তুলে দেবে মনমোহন সিংহের নেতৃত্বে তৈরি কংগ্রেসের এই মন্ত্রণা কমিটি।

সনিয়া গাঁধীর তৈরি এই নতুন কমিটির বৈঠকে আজ রাহুল গাঁধী ফের স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস করোনা-মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়ার পাশাপাশি ইতিবাচক পরামর্শও দেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের নেতৃত্বে এই কমিটিতে পি চিদম্বরম, জয়রাম রমেশ ছাড়া বাকি সকলেই রাহুলের তরুণ ব্রিগেডের সদস্য।

কংগ্রেসের নেতারা মনে করছেন, রাহুল এটিকে অনেকটা ‘শ্যাডো ক্যাবিনেট’-এর মতো চেহারা দিতে চাইছেন। যার কাজ হবে, ‘আমরা সরকারে থাকলে কী করতাম’— তা তুলে ধরা। এই সূত্র মেনেই ফের বৈদ্যুতিন সংবাদমাধ্যমের বিতর্কসভায় কংগ্রেসের মুখপাত্রদের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। লোকসভা ভোটে ভরাডুবির পরে সব সংবাদমাধ্যমেই মোদী সরকারের গুণগান হচ্ছে অভিযোগ তুলে দলের মুখপাত্রদের পাঠানো বন্ধ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। ফের মুখপাত্রেরা যাওয়া শুরু করেছেন।

আরও পড়ুন: কোভিড-১৯-এর দিনগুলোতে জীবন যে রকম

মন্ত্রণা কমিটির অন্যতম সদস্য জয়রাম রমেশ বলেন, “প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বারবার জোর দিয়ে বলেছেন, এই মন্ত্রণা কমিটি তৈরির পিছনে ভাবনাটি হল সরকারকে গঠনমূলক সহযোগিতার আদলে পরামর্শ দেওয়া। তাই আমরা ৩ মে-র পরে ধাপে ধাপে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার বিষয়েও পরামর্শ জানাব।

আরও পড়ুন: লকডাউনের আগে ছিল ৩.৪, এখন করোনা আক্রান্ত দ্বিগুণ হচ্ছে ৭.৫ দিনে, জানাল কেন্দ্র

মনমোহন ও রাহুল দুজনেই এ দিনের বৈঠকে ছোট-মাঝারি শিল্পকে চাঙ্গা করা ও চাষিদের থেকে রবি ফসল কেনার উপরে জোর দিয়েছেন। প্রাথমিক ভাবে সমস্ত জনধন অ্যাকাউন্ট, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ও পিএম-কিষাণ অ্যাকাউন্টে ৭৫০০ টাকা করে দেওয়া হোক।” তবে কোথা থেকে সেই টাকা আসবে, তা নিয়ে স্পষ্ট অবস্থান নিতে রাজি নয় কংগ্রেস। জয়রামের যুক্তি, “এটা অগ্রাধিকারের প্রশ্ন। সহানুভূতিশীল সরকারকে টাকার উৎস খুঁজতে হবে।” রাহুল এ দিন করোনার টেস্ট-কিট, ডাক্তারদের সুরক্ষা সামগ্রী, ভেন্টিলেটর থেকে জিএসটি তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন সরকারের কাছে।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE