Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Delhi Airport

প্রেম দিবসে উড়ান সংস্থাগুলিকে ‘প্রেম নিবেদন’ দিল্লি বিমানবন্দরের

উড়ান সংস্থাগুলির সঙ্গে বিমানবন্দরের সেই প্রেম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে।

গ্রাফিক- তিয়াসা দাস।

গ্রাফিক- তিয়াসা দাস।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪০
Share: Save:

‘বাতাসে বহিছে প্রেম’কে ভ্যালেন্টাইনস ডে-তে সত্যি করল দিল্লি বিমানবন্দর। প্রেম দিবসের সাত সকালে ইন্ডিগো সহ একাধিক উড়ান সংস্থাকে টুইটারে ‘প্রেম’ নিবেদন করল তারা। উড়ান সংস্থাগুলির সঙ্গে বিমানবন্দরের সেই প্রেম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়েছে। সেই প্রেম নিয়ে নেটাগরিকদের উচ্ছ্বাসও লক্ষ করার মতো।

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ইন্ডিগো উড়ান সংস্থার উদ্দেশে করা টুইটে বলা হয়, ‘‘কথা দাও, আমার রানওয়েকে কখনও ছেড়ে যাবে না তুমি!’’ বিমানবন্দরের এই প্রস্তাবে সাড়া দিয়ে ইন্ডিগো লিখেছে, ‘‘ও ডার্লিং, তোমার ভালবাসা আমাকে সময়ে ফিরিয়ে আনে সব সময়!’’ তাকে নিয়ে ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে বলেও ইন্ডিগোকে জানিয়েছে দিল্লি বিমানবন্দর।

দেখুন সেই টুইট—

আরও পড়ুন: পোল ভল্টের ‘ভারতীয়’ ধরন! ভিডিয়ো দেখে কী বলল নেটদুনিয়া

তবে দিল্লি বিমানবন্দরের এই প্রেম নিবেদন শুধু ইন্ডিগোর ক্ষেত্রেই আটকে থাকেনি। ভিস্তারা, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়ার মতো উড়ান সংস্থাকেও একই উপায়ে প্রেম নিবেদন করেছে সে। এয়ার ইন্ডিয়াকে সে বলেছে, ‘‘প্রথম ফ্লাইটে তুমি আমার চিরদিনের ভালবাসা।’’ অন্যদিকে ভিস্তারার কাছে প্রেমদিবসে তার প্রস্তাব, ‘‘আমাদের সঙ্গে আরও উঁচুতে উড়তে চাও?’’

অন্যদিকে স্পাইসজেট উড়ান সংস্থার সঙ্গে তাঁর প্রেম যে বেশ রগরগে তার প্রমাণ দিল্লির বিমানবন্দরের টুইট। সেখানে বলা হয়েছে, ‘‘তোমার ভালবাসা আমার হাবকে উত্তপ্ত ও মশলাদার বানায়!’’

আর এই সব দেখে শুনে দিল্লি বিমানবন্দরের উদ্দেশে ইন্ডিগোর সরস মন্তব্য, ‘‘আমি জানি তোমার ভালবাসা একাধিক জনের সঙ্গে!’’

আরও পড়ুন: মোদীর তথ্যেই নোট বাতিলের সাফল্য নিয়ে প্রশ্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE