Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Farmers Protest

কৃষকদের ভুল বোঝাচ্ছে বিরোধীরা, ফের প্রকাশ্যে সুর চড়ালেন মোদী

বারবারই তিনি বলেছেন, কৃষকদের স্বার্থেই এই কৃষি আইন। মঙ্গলবার সেই একই কথা শোনা গেল মোদীর গলায়।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৬
Share: Save:

কৃষকদের ভুল বুঝিয়ে লাভ নেই, তাঁদের সঠিক পথে নিয়ে আসব, মঙ্গলবার গুজরাতের কচ্ছে এক অনুষ্ঠান থেকে বিরোধীদের এ ভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর অভিযোগ, ‘‘কৃষি আইন নিয়ে কৃষকদের অনবরত ভুল বুঝিয়ে যাচ্ছে বিরোধীরা। তাঁদের উস্কাচ্ছেন।’’ এর পরই তাঁর হুঁশিয়ারি, ‘‘এ কাজ করে কোনও লাভ হবে না। কৃষকদের এই আইন নিয়ে বোঝানোর চেষ্টা চালিয়ে যাবে সরকার।’’

বারবারই তিনি বলেছেন, কৃষকদের স্বার্থেই এই কৃষি আইন। মঙ্গলবার সেই একই কথা শোনা গেল মোদীর গলায়। তিনি বলেন, “বছরের পর বছর কৃষক সংগঠনগুলো এবং বিরোধীরা কৃষিক্ষেত্রে যে সংস্কারের দাবি করে আসছিলেন, সেটাই হয়েছে। কৃষকদের কল্যাণের জন্য কাজ করেছে সরকার।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmers Protest Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE