Advertisement
০২ মে ২০২৪
Noida

নয়ডায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন, কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক

খবর যেতেই দমকলের বিশাল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

নয়ডার সাবস্টেশনে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি-পিটিআই।

নয়ডার সাবস্টেশনে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবি-পিটিআই।

সংবাদ সংস্থা
নয়ডা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ১৩:১১
Share: Save:

দিল্লির কাছে নয়ডায় বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন লাগে বুধবার সকালে। দাউ দাউ জ্বলতে থাকা ওই সাবস্টেশনের আশপাশ ভরে যায় কালো ধোঁয়ায়। খবর যেতেই দমকলের বিশাল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

নয়ডার সেক্টর-১৪৮-এ রয়েছে নয়ডা পাওয়ার কোম্পানি লিমিটেডের (এনপিসিএল) সাব স্টেশন। সেখানেই আজ সকাল সাড়ে ৮টা নাগাদ লাগে আগুন। সে সময় বৃষ্টিও হচ্ছিল ওই অঞ্চলে। তা সত্ত্বেও সাব স্টেশনে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এই আগুন থেকে নির্গত কালো ধোঁয়ায় ছেয়ে যায় সেখানকার আকাশ। সাবস্টেশনে আগুন লাগায় ওই এলাকার বিদ্যুত ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন। তবে কী কারণে এই আগুন লেগেছে তা এখনও অবধি জানা সম্ভব হয়নি। দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: নৃশংস ভাবে কুকুরের উপর দিয়ে চালিয়ে দেওয়া হল গাড়ি!

আরও পড়ুন: ২৭ লক্ষ আক্রান্তের মধ্যে সুস্থ ২০ লক্ষ, নিয়ন্ত্রণে সংক্রমণ হারও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Noida Viral Video Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE