Advertisement
২৭ এপ্রিল ২০২৪
BJP

কংগ্রেসে ভোট দেওয়ার জন্য ভাইপোকে গুলি করে মারল বিজেপি নেতা

গত রবিবার ষষ্ঠ দফার নির্বাচনে সে ভোট দিয়েছিল কংগ্রেস প্রার্থীকে। সেই রাগে ভাইপোকে গুলি করল সেই বিজেপি নেতা।

বিজেপিকে ভোট না দেওয়ায় ভাইপোকে গুলি করল কাকা। ছবি শাটারস্টক।

বিজেপিকে ভোট না দেওয়ায় ভাইপোকে গুলি করল কাকা। ছবি শাটারস্টক।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৮:৫৭
Share: Save:

কাকা স্থানীয় বিজেপি নেতা। তাই ভাইপো ও তাঁর পরিবারকে চলতি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট দিতে বলেছিল। কিন্তু কাকার সেই কথা শোনেনি ভাইপো। গত রবিবার ষষ্ঠ দফার নির্বাচনে সে ভোট দিয়েছিল কংগ্রেস প্রার্থীকে। সেই রাগে ভাইপোকে গুলি করল সেই বিজেপি নেতা।

ভোট দেওয়া নিয়ে পারিবারের সদস্যকে গুলি মারার ঘটনাটি ঘটেছে হরিয়ানা ঝাঝড় জেলায়। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম ধর্মেন্দ্র সিলানি। তিনি বাহাদুরগড় পুরসভার প্রাক্তন সদস্য ছিলেন। ওই এলাকার বিজেপি মণ্ডল অফিসের দেখাশোনার ভারও তাঁর হাতে। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা ও বেআইনি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ধর্মেন্দ্রর ভাইপোর নাম রাজা সিংহ। বেআইনি বন্দুক থেকে ওই দিন ধর্মেন্দ্র রাজাকে মোট তিনটি গুলি চালিয়েছিল। এর মধ্যে দু’টি গুলি রাজার পায়ে লাগে ও একটি গুলি পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় রাজা স্থানীয় হাসপাতালে ভর্তি। রাজার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে ধর্মেন্দ্রর দাদা হরেন্দ্র সিংহ ওই এলাকার একজন কংগ্রেস কর্মী। কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরও ছিলেন তিনি। হরেন্দ্রের কথা মতো কংগ্রেসকে ভোট দেওয়ায় রাজাকে ধর্মেন্দ্র গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বিয়ের দিন বরকে খুন করল কনের পড়শি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Congress Haryana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE