Advertisement
২৬ এপ্রিল ২০২৪
COVID-19

সাংবাদিক সংক্রমিত, ‘কর্মফল’ বললেন আমলা

হাথরসের নির্যাতিতার বাড়িকে কার্যত ‘দুর্গ’ তৈরি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সাংবাদিকদের প্রবেশাধিকারের কী ভাবে ‘বাধা’ তৈরি করেছিল যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রদীপ্তকান্তি ঘোষ
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২০ ০৪:৪৫
Share: Save:

কোভিড-১৯-এ আক্রান্ত হলেন এক সাংবাদিক। যিনি হাথরসের ঘটনা কভার করতে গিয়েছিলেন। আর তা নিয়েও খোঁচা দিচ্ছেন হাথরসে এসডিএম বা জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেমপ্রকাশ মিনা। এমনকি ওই মহিলা সাংবাদিকের কর্মফলের দিকেও ইঙ্গিত করেছেন ওই আইএএস আধিকারিক।

হাথরসের নির্যাতিতার বাড়িকে কার্যত ‘দুর্গ’ তৈরি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সাংবাদিকদের প্রবেশাধিকারের কী ভাবে ‘বাধা’ তৈরি করেছিল যোগী আদিত্যনাথের পুলিশ-প্রশাসন। আর সেখানেই দায়িত্ব পালন করছিলেন বছর উনচল্লিশের মিনা। অভিযোগ, হাথরসে ঘটনা ‘কভার’ করতে যাওয়া সাংবাদিকদের আটকে পুলিশকে ‘কদর্য’ভাবে উস্কানি দিচ্ছিলেন। করোনা আক্রান্ত হওয়া ওই মহিলা সাংবাদিককেও ক্যামেরার (লাইভের না থাকার সময়) বাইরে ‘ফেক’ সংবাদ পরিবেশনের অভিযোগ করেছিলেন অগস্টে হাথরসের জয়েন্ট ম্যাজিস্ট্রেট হওয়া মিনা। অথচ, লাইভ ক্যামেরার সামনে মাইক নিয়ে একাধিকবার অভিযোগ সম্পর্কে যখন ওই মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিলেন, সেই সময়ে কাঁধ ঝুলিয়ে মাথা নিচু করে বুকের কাছে একটি হাতকে আরেকটি হাতের উপর রেখে দিতে দেখা গিয়েছিল মিনাকে।

এ দিন ওই মহিলা সাংবাদিক সামাজিক মাধ্যমে তাঁর কোভিড-১৯ হওয়ার কথা জানান। তা দেখেই টুইট করেন হাথরসের এসডিএম। লেখেন, ‘সত্যমেব জয়তে, সত্য প্রতিষ্ঠিত হবে। সত্যের জয় হবে।’ আর হ্যাশট্যাগ লেখেন ‘কর্ম’। তবে ওই সাংবাদিকের সুস্থতা কামনাও করেছেন মিনা। কিন্তু কারওর সুস্থতার সঙ্গে সত্যের জয়ের কি সম্পর্ক, তার ব্যাখ্যা অবশ্য টুইটে করেননি এসডিএম।

হাথরসে যাওয়ার জন্যই ওই মহিলা সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন— যোগী সরকারের আইএএস আধিকারিক সে ইঙ্গিতই করলেন কি না, সে প্রশ্ন উঠছে।

অবশ্য নিজের আয়ুরেখা বলিষ্ঠ দাবি করে পাল্টা জবাব দিতে ছাড়েননি ওই মহিলা সাংবাদিক। তাঁর কথায়, ‘‘আমাকে গালিগালাজ করছেন, মৃত্যু কামনা করছেন, শুধুমাত্র হাথরস গিয়েছিলাম বলে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19 Hathras Gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE