উত্তরপ্রদেশের একটি গ্রামে নিজের ১৮ মাসের কন্যাসন্তানকে বারান্দা থেকে ছুড়ে ফেলে দিলেন এক ব্যক্তি। পাঁচ দিন আগেই তাঁর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। পর পর দু’বার মেয়ে হওয়ার কারণেই রাগের জেরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছেন তিনি বলেই অভিযোগ পড়শিদের।
বারান্দা থেকে নীচে ছুড়ে ফেলায় গুরুতর আহত ওই দম্পতির প্রথম কন্যাসন্তান কাব্য। আপাতত সে হাসপাতালে চিকিৎসাধীন, এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পারধৌলি গ্রামে। পাঁচ দিন আগেই এই গ্রামের বাসিন্দা অরবিন্দ গঙ্গোয়ারের স্ত্রী দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন। তাঁদের বড় মেয়ের বয়স আঠারো মাস। অভিযোগ, ফের মেয়ে হওয়ায় ক্ষেপে ওঠেন অরবিন্দ। ছেলে না হওয়ায় গত পাঁচ দিন ধরেই স্ত্রী-র উপর অত্যাচার চালাতেন অরবিন্দ, এমনটাই জানিয়েছেন পড়শিরা।
আরও পড়ুন: হরিয়ানায় গণধর্ষণের শিকার সিবিএসই-তে প্রথম হওয়া ছাত্রী
বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকেন অরবিন্দ। স্ত্রী-র সঙ্গে ঝগড়া করতে করতেই নিজের আঠারো মাসের বড় মেয়েকে বারান্দা থেকে বাইরে ছুড়ে ফেলেন তিনি। অভিযুক্ত অরবিন্দের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
আরও পড়ুন: ‘আদর্শ বধূ’ চাই? ভোপালের বিশ্ববিদ্যালয়ে নয়া পাঠ্যক্রম!
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)