Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

রাম মন্দির গড়ার বিকল্প পথ আছে, প্রয়োজনে সে পথেই হাঁটব, হুঙ্কার যোগীর

এ বার সেই একই সুর শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “আমি চাই রাম জন্মভূমির বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান হোক।”

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১৭:৪১
Share: Save:

সহমতে ভিত্তিতে রাম মন্দিরের সমাধান হলে ভাল, না হলে এর বিকল্প পথ আছে। প্রয়োজনে সে পথকেই বেছে নেবেন তাঁরা। মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবারেই অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী বছরের জানুয়ারিতে শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

লোকসভা ভোটের আগে রামমন্দির আন্দোলনকে প্রাসঙ্গিক করে তোলার জন্য এখন মরিয়া বিজেপি নেতারা। তাই সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা চলার সময়েই ভক্তদের আস্থার প্রশ্নকে টেনে চাপ বাড়িয়ে চলেছে কেন্দ্রের শাসক দল। অমিত গত শনিবারই কেরলে বলেছিলেন, ‘‘আদালতের এমন নির্দেশই দেওয়া উচিত, যা পালন করা সম্ভব। এমন কোনও নির্দেশ দেওয়া উচিত নয়, যাতে মানুষের আস্থায় আঘাত লাগে।’’

এ বার সেই একই সুর শোনা গেল যোগী আদিত্যনাথের গলায়। শুধু তাই নয়, আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “আমি চাই রাম জন্মভূমির বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান হোক।রাজ্যের আইন-শৃঙ্খলার ভার আমাদের হাতে। আমরা আমাদের পূর্ণ দায়িত্বপালন করব।যদি সহমতে বিষয়টা মিটে যায় ভাল, না হলে বিকল্প অনেক পথ আছে। যেটা ভাল হবে, সেটাই আমরা করব।” তবে এখনই সকলকে ধৈর্য হারাতে বারণ করছেন যোগী। খারাপ সময়ে ধৈর্য হারালে চলবে না। বরং শান্ত ভাবে সেই সমস্যার মোকাবিলা করাটাই শ্রেয় বলে মনে করেন তিনি। তাই যোগী বলেন, “আমরা সমস্ত সাধু-সন্তের ভাবনাকে সম্মান করি। তাঁরাও এগিয়ে আসুন। সমস্যাটা যাতে দ্রুত নিষ্পত্তি হয় তাতে সহযোগিতা করুন।”

আরও পড়ুন: যে সোনা কিনছেন তা আসল তো? বুঝবেন কী ভাবে

রাম জন্মভূমিনিয়ে বিজেপির তৎপরতায় ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলো।শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম এ প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, “ভোট এলেই বিজেপি রাম মন্দিরের ইস্যু তুলে নিয়ে আসে। এটা নতুন কোনও বিষয় নয়।” তবে বিষয়টি এখন সুপ্রিম কোর্টের হাতে। শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করছে কংগ্রেস বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ৮০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু ভারতীয় দম্পতির

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE