Advertisement
E-Paper

জেলবন্দি ২৫ পাকিস্তানিকে ওয়াঘা সীমান্ত দিয়ে ফেরাল ভারত

মুক্তি পাওয়া পাকিস্তানি বন্দিদের মধ্যে ২০ জনই মৎস্যজীবী। ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার কারণে তাঁদের গ্রেফতার করেছিল উপকূলরক্ষী বাহিনী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২০:০৩
ওয়াঘা-আট্টারি সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাক নাগরিকেরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

ওয়াঘা-আট্টারি সীমান্ত দিয়ে দেশে ফিরছেন পাক নাগরিকেরা। ছবি: টুইটার থেকে নেওয়া।

ভারতের বিভিন্ন জেলে বন্দি ২৫ জন পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠাল কেন্দ্র। মঙ্গলবার পঞ্জাবের ওয়াঘা-আট্টারি সীমান্তে তাঁদের পাক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নয়াদিল্লির পাক হাইকমিশনের প্রতিনিধিও সেখানে হাজির ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, মুক্তি পাওয়া পাকিস্তানি বন্দিদের মধ্যে ২০ জনই মৎস্যজীবী। ভুল করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার কারণে তাঁদের আটক করেছিল উপকূলরক্ষী বাহিনী। ওয়াঘা-আট্টারি সীমান্তে উপস্থিত পুলিশ প্রোটোকল অফিসার অরুণপাল সিংহ বলেন, ‘‘ধৃত মৎস্যজীবীরা করাচি এলাকার বাসিন্দা। পথ ভুলে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাঁদের ফেরত পাঠানো হয়েছে।

করাচির বাসিন্দা মহম্মদ দেশে ফেরার পথে সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘‘চার বছর পরে দেশে ফিরছি। এখনও বেশ কয়েক জন পাকিস্তানি মৎস্যজীবী ভারতের জেলে বন্দি রয়েছেন। আমি চাই, তাঁরাও তাড়াতাড়ি দেশে ফিরে আসুন। দু’দেশের সরকার এ বিষয়ে উদ্যোগী হলে খুব ভাল হয়।’’

আরও পড়ুন: আদানি গোষ্ঠীকে বিমানবন্দর লিজ, স্থগিতাদেশে চেয়ে সুপ্রিম কোর্টে কেরল

প্রসঙ্গত, পাকিস্তান সরকার সোমবার ২২১ জনকে ভারতীয়কে দেশে ফিরিয়েছিল। এঁদের মধ্যে করোনা সংক্রমণের আবহে লকডাউনে আটকে পড়ে ধৃত ভিসাধারী ভারতীয় নাগরিকরাও রয়েছেন। প্রায় ৮ মাস পরে তাঁরা দেশে ফিরলেন।

আরও পড়ুন: আন্দামানে নিখুঁত লক্ষ্যভেদ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নয়া ‘ভূমি’ সংস্করণের

Pakistani prisoners Pakistani fishermen Pakistan India-Pakistan Attari-Wagah border Wagah-Attari border
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy