Advertisement
২৬ এপ্রিল ২০২৪
vending

রেল স্টেশনে এ বার পয়সা দিলেই মেশিন থেকে মিলবে পিত্জা

এই মেশিনের সাহায্যে যাত্রীরা কম খরচায় গরম গরম পিজ্জা খেতে পারবেন।

পিত্জা ভেন্ডিং মেশিন। ছবি আইআসিটিসির সৌজন্যে।

পিত্জা ভেন্ডিং মেশিন। ছবি আইআসিটিসির সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৮:৩০
Share: Save:

আধুনিকিকরণের পথে আরও একধাপ এগিয়ে গেল রেলের ক্যাটারিং সংস্থা আইআরসিটিসি। রেল যাত্রীরা যাতে সহজেই পিত্জা খেতে পারেন সে জন্য স্টেশনে পিত্জা ভেন্ডিং মেশিন বসাল তারা। এই মেশিনের সাহায্যে যাত্রীরা কম খরচায় গরম গরম পিজ্জা খেতে পারবেন।

মু্ম্বই সেন্ট্রাল রেল স্টেশনে ইতিমধ্যেই পিত্জা ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। সেই মেশিনে গিয়ে নির্দিষ্ট স্থানে দিতে হবে টাকা। তার পর যে ধরনের পিত্জা খেতে চান সেটি নির্বাচন করতে হবে। এর কিছুক্ষণ পরই ডেলিভারি পয়েন্টে বেরিয়ে আসবে গরম পিত্জা।

এই ভেন্ডিং মেশিন যে ভাবে কাজ করবে তার ভিডিয়ো সহ একটি টুইট করেছে আইআরসিটিসি। দেশের অন্যান্য বড় স্টেশনেও এই পিত্জা ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার।

আরও পড়ুন: মকর সংক্রান্তির জন্য আড়াই হাজার কেজি ঘি দিয়ে তৈরি হল দেবী মূর্তি

যদিও এই পিত্জা ভেন্ডিং মেশিন আমাদের দেশে প্রথম হলেও বিষয়টি খুব নতুন নয়। জাপান, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের ভেন্ডিং মেশিন বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

আরও পড়ুন: রেলের গ্রুপ ডি পরীক্ষার ফল ফেব্রুয়ারিতে

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE