দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রধান কোচ ও নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিসিসিআই। কয়েকটি বিষয়ে দু’জনের জবাব চাইছে বোর্ড। ‘স্পোর্টস্টার’ একটি রিপোর্টে এ কথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাইপুরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীর ও আগরকরকে বৈঠকে যোগ দিতে হবে। সেখানে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিংহ ভাটিয়া থাকবেন। বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা জানা যায়নি। সে দিনই খেলা থাকায় রোহিত ও বিরাটের সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম।
রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাস ধরে দল নির্বাচন নিয়ে যে ডামাডোল চলছে তাতে খুশি নয় বোর্ড। দীর্ঘকালীন সাফল্যের কথা মাথায় রেখে একটি রূপরেখা তৈরি রাখতে চাইছে তারা। পাশাপাশি রোহিত ও বিরাটের এক দিনের ভবিষ্যৎ নিয়ে গম্ভীর, আগরকর কী ভাবছেন তা-ও জানতে চাওয়া হবে দু’জনের কাছে।
বোর্ডের এক কর্তা বলেছেন, “দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের সময় মাঠে ও মাঠের বাইরে এমন কয়েকটা ঘটনা ঘটেছে যা বোর্ডকর্তাদের মনে প্রশ্ন জাগিয়েছে। দল নির্বাচন তার মধ্যে অন্যতম। সেই সব বিষয়ে গম্ভীর ও আগরকরের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পর এক দিনের বিশ্বকাপ। তাই বোর্ড চাইছে, এখনই সব সমস্যা মিটিয়ে ফেলতে।”
আরও পড়ুন:
ওই কর্তা আরও জানিয়েছেন, রোহিত ও বিরাটের কথা থেকে স্পষ্ট যে, কোচ ও প্রধান নির্বাচকের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়েছে। দু’তরফে যোগাযোগের অভাব রয়েছে। রোহিত ও বিরাটের ফর্ম দেখে খুশি বোর্ড। কিন্তু ২০২৭ সালের বিশ্বকাপের দলে দু’জনকে দেখা যাবে কি না, সেই বিষয়ে গম্ভীর ও আগরকর কী ভাবছেন, তা বোঝা যাচ্ছে না। দু’জনের কাছে সেই ব্যাখ্যাও চাওয়া হবে।
আপাতত শুধু এক দিনের ক্রিকেটই খেলছেন বিরাট ও রোহিত। টেস্ট সিরিজ়ে ভারতের ব্যর্থতার পর জল্পনা শুরু হয়েছিল যে, বিরাটকে টেস্ট অবসর ভেঙে ফেরার প্রস্তাব দিতে চাইছে বোর্ড। কিন্তু রাঁচীতে ম্যাচ জেতানো শতরানের পর ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট স্পষ্ট করে দিয়েছেন, এখন শুধু এক দিনের ক্রিকেটই খেলবেন তিনি। এই পরিস্থিতিতে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে কোচ ও প্রধান নির্বাচক কী ভাবছেন সেটা জানতে চাইছে বোর্ড। কোথাও যাতে কোনও ধোঁয়াশা না থাকে সেই চেষ্টা করছে বিসিসিআই। আর সেই কারণেই তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে গম্ভীর, আগরকরকে।