Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

অনলাইনে রেলের টিকিট এ বার নতুন সাইটে

নতুন ওয়েবসাইটের ঠিকানা- ‘irctc.co.in/nget/train-search’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আইআরসিটিসি টিকিট বুকিংয়ের জন্য ওই নতুন ওয়েবসাইট চালু করেছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ১৫:০২
Share: Save:

ই-টিকিটের ওয়েবসাইটকে পুরোদস্তুর ঢেলে সাজাল আইআরসিটিসি।

নতুন ওয়েবসাইটের ঠিকানা- ‘irctc.co.in/nget/train-search’। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আইআরসিটিসি টিকিট বুকিংয়ের জন্য ওই নতুন ওয়েবসাইট চালু করেছে।

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, এ বার টিকিট বুকিংয়ের জন্য চালু ওয়েবসাইট ‘irctc.co.in’ খুললেই তা ওই নতুন ওয়েবসাইটে চলে যাবে। পরবর্তী প্রজন্মের জন্য চালু হওয়া এই ওয়েবসাইটে নতুন সফটওয়্যার সহ রয়েছে বেশ কয়েকটি নতুন ফিচার।

ওয়েটিং লিস্টে থাকা রেলযাত্রীদের টিকিট ‘কনফার্মড’ হওয়ার সম্ভাবনা শতাংশের হিসেবে কতটা, নতুন সফটওয়্যার তাও জানিয়ে দিতে পারবে। শুধু তাই নয়, কোন ট্রেনের ওয়েটিং লিস্টে কত নম্বরে থাকলে যাত্রীরা সেই ট্রেনে পরে সংরক্ষিত আসন পেয়েছেন, তার গত দু’বছরের রেকর্ডও জানিয়ে দেবে ওই ওয়েবসাইট।

আরও পড়ুন- রেলে কমছে খাবার-লাগেজের ওজন, নিয়ম ভাঙলে জরিমানা ছ’গুণ​

আরও পড়ুন- পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে বিষক্রিয়া? অসুস্থ অন্তত ৩০​

নতুন ওয়েবসাইটে বিভিন্ন ট্রেনের বিভিন্ন ধাপের ভাড়া কোন শ্রেণিতে কত, তারও খুঁটিনাটি জানা যাবে। সপ্তাহের কোন কোন দিনে সেই ট্রেন কোন স্টেশন থেকে পাওয়া যাবে, তাও জানা যাবে ওই ওয়েবসাইটে।

নতুন ওয়েবসাইটের ‘বিটা ভার্সন’টি আইআরসিটিসি চালু করেছিল গত ২৮ মে। পরীক্ষা করে দেখা হচ্ছিল, তা ঠিকমতো কাজ করছে কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE