Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National news

কেরলে বন্যায় বাড়িতেই ঢুকে আসছে বিষধর সব সাপ, দেখুন ভিডিয়ো

এতটাই যে শোওয়ার ঘরে, রান্নাঘরে, রাস্তায়— বলতে গেলে একেবারে মানুষের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ!

নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে গোখরো। ছবি: ভিডিয়োর সৌজন্যে।

নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে গোখরো। ছবি: ভিডিয়োর সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৮:৩৭
Share: Save:

প্রায় গোটা কেরল জুড়েই এখন মানুষের হাহাকার। যে দিকে তাকানো যায় শুধু জল আর জল। এরই মধ্যে আরও এক ভয়ানক সঙ্কট এসে উপস্থিত। বন্যা বিধ্বস্ত কেরলে প্রচণ্ড বেড়ে গিয়েছে সাপের উপদ্রব। এতটাই যে শোওয়ার ঘরে, রান্নাঘরে, রাস্তায়— বলতে গেলে একেবারে মানুষের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ!

বন্যা বিধ্বস্ত কেরলে চারদিক ডুবে যাওয়ায় মানুষের পাশাপাশি বন্যপ্রাণও খুব সঙ্কটে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাই সাঁতরে তারা ঢুকে পড়ছে মানুষের ঘরে। সম্প্রতি এমন অনেক ভিডিয়ো ছড়িয়ে পড়ছে, যা দেখলে শিউরে উঠতে হয়।

ভিডিয়োয় কোথাও দেখা যাচ্ছে রাস্তার উপরে বিশালাকার এক পাইথন ঘুরে বেড়াচ্ছে। মুখ তুলে পাঁচিলের ওপারে নিরাপদ আশ্রয়ে ঢোকার চেষ্টা আপ্রাণ চেষ্টা তার। কোনও ভিডিয়ো আবার আরও ভয়ানক। দেখা যাচ্ছে, জল সাঁতরে বিশালাকার একটি বিষধর সাপ একটি বাড়িতে ঢুকে যাচ্ছে। কোনওটায় ঘর থেকে উদ্ধার করা হচ্ছে একটি গোখরোকে। বাধ্য হয়েই মানুষ লাঠি হাতে সাপ তাড়াচ্ছেন কোথাও।

দেখুন ভিডিয়ো:

প্রিয়ঙ্কা কদম নামে এক বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী জানান, ‘‘আতঙ্কিত বহু মানুষ ফোন করছেন আমাদের। সব জায়গায় যাওয়া হয়ত সম্ভব হচ্ছে না। এই সময় কী করা উচিত এবং কী উচিত নয়, তা বোঝাচ্ছি তাঁদের।’’

আরও পড়ুন: ডোনার না পেলে নিজেই ভিকি... না জানিয়ে মহিলাদের নিজের স্পার্ম, জেল চিকিৎসকের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala Flood Kerala Snake কেরল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE