Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে বিজেপি, বাংলায় বাড়বে আসন, বললেন রাম মাধব

মাধব বলেছেন, ‘‘নিজের ক্ষমতায় ২৭১টি আসন পেলে আমরা খুবই খুশি হব।’’

একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি, বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। —ফাইল ছবি

একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি, বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। —ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৩:১৮
Share: Save:

৫৪৩ আসনের লোকসভা ভোটের ফল ঘোষণার বাকি আর মাত্র দু’সপ্তাহ। ভোটগ্রহণ যত শেষের দিকে এগিয়ে আসছে, ফলাফল নিয়ে উত্তেজনা, উৎকণ্ঠার পারদ ততই চড়ছে। তার মধ্যেই সেই জল্পনা আরও উস্কে দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। তাঁর আশঙ্কা, একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে বিজেপি। সরকার গঠনের জন্য অন্য দলের সাহায্য নিতে হতে পারে বিজেপিকে। তবে পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়বে বলেও ভবিষ্যদ্বাণী করেন বিজেপি শীর্ষ নেতা। ফল ঘোষণার আগে এই প্রথম কোনও বিজেপি শীর্ষনেতা এমন মন্তব্য করলেন। সে দিক থেকে রাম মাধবের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

পঞ্চম দফার ভোটগ্রহণও হচ্ছে সোমবার। এর পর আর দু’দফা। তার পরই আগামী ২৩ মে লোকসভা ভোটের ফল ঘোষণা। ফলে সময় যত এগিয়ে আসছে, রাজনৈতিক চর্চার শীর্ষে উঠে আসছে লোকসভা ভোটের ফলাফল। ফের বিজেপি, নাকি পালাবদল, নাকি ত্রিশঙ্কু— সর্বত্র শুরু হয়েছে এই জল্পনা। এমনই রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বেসরকারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কার্যত দলের উল্টো লাইনে হেঁটেই রাম মাধব বলেছেন, ‘‘নিজের ক্ষমতায় ২৭১টি আসন পেলে আমরা খুবই খুশি হব।’’ অর্থাৎবিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করছেন তিনি। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এনডিএ-র জোট শরিকরা মিলে অবশ্য প্রযোজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে অসুবিধা হবে না।’’

দলের বিপরীত পথে কেন? কারণ, ভোটের উত্তেজনা শুরু হওয়া থেকে এখনও পর্যন্ত অরুণ জেটলি, বিজেপি সভাপতি অমিত শাহ থেকে দলের শীর্ষনেতারা দাবি করে আসছেন, ২০১৪-র তুলনায় এ বার আরও বেশি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। অর্থাৎএই প্রথম এই রকম শঙ্কার কথা উঠে এল বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছ থেকে।

আরও পড়ুন: তাড়া করতে গিয়ে নিজেই পড়ে গেলেন অর্জুন সিংহ, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: লাইভ: ব্যারাকপুরে পুনর্নির্বাচন হওয়া উচিত, দাবি প্রকাশ জাভড়েকরের

একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপির বাধা কোথায়? রাম মাধবের ব্যাখ্যা, উত্তরের রাজ্যগুলিতে ২০১৪ সালে যে বিপুল জয় এসেছিল, সেই জমি অনেকটাই হারিয়ে ফেলেছে দল। তবে তার বদলে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আসন বাড়বে বিজেপির। রাম মাধবের স্পষ্ট ইঙ্গিত, হারানোর তুলনায় আসনবৃদ্ধির সংখ্যা কম হবে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না-ও পেতে পারে বিজেপি।

২০১৪ সালে বিপুল মোদী হাওয়ায় ভর করে ক্ষমতায় এসেছিল বিজেপি। বিজেপি এককভাবে পেয়েছিল ২৮২টি আসন। কিন্তু পাঁচ বছর পর সেই হাওয়া অনেকটাই ম্রিয়মান। আম জনতার একটা বড় অংশ মনে করেন, কালো টাকা দেশে ফেরানো, কর্মসংস্থানের মতো ইস্যুতে যে সব প্রতিশ্রুতি দিয়ে মোদী ক্ষমতায় এসেছিলেন, তার অধিকাংশই পূরণ হয়নি। তার সঙ্গে একাধিক উপনির্বাচনে বিজেপির হার, সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির জোটের মতো রয়েছে একাধিক রাজনৈতিক সমীকরণ। সব মিলিয়ে ইঙ্গিতটা ছিলই। এ বার কার্যত সেটাই সংবাদ মাধ্যমে বলে দিলেন রাম মাধব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE