Advertisement
E-Paper

লোকসভা ভোটে ত্রিশঙ্কু ফলের অপেক্ষায় নিতিন গডকড়ী! দাবি শিবসেনার

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৪:৪৮
লোকসভায় ত্রিশঙ্কু ফলের জন্য অপেক্ষা করছেন নিতিন গডকড়ী, দাবি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। —ফাইল চিত্র

লোকসভায় ত্রিশঙ্কু ফলের জন্য অপেক্ষা করছেন নিতিন গডকড়ী, দাবি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। —ফাইল চিত্র

তিনি কেন্দ্রের মন্ত্রী। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। অথচ সেই নিতিন গডকড়ীই চাইছেন আগামী লোকসভা ভোটের ফল হোক ‘ত্রিশঙ্কু’। সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। কংগ্রেস বা অন্য কোনও বিরোধী দল নয়, এই দাবি কেন্দ্রে এনডিএ জোটের শরিক শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। শিবসেনার মুখপত্র ‘সামনা’য় রাউতের আরও বক্তব্য, ‘মোদী ম্যাজিক’ উধাও হয়ে গিয়েছে। জনপ্রিয়তা বেড়েছে রাহুলের।

কেন্দ্রের সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক, জাহাজ ও জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কারের মতো একাধিক মন্ত্রক রয়েছে গডকড়ীর হাতে। অমিত শাহের আগেই তিনি ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এ হেন গডকড়ীই বেশ কিছুদিন ধরে বেসুরো। এমনকি, পরবর্তী প্রধানমন্ত্রীর অন্যতম দাবিদার বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। সেই সূত্রেই এবার শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করে বসলেন, নিতিন গডকড়ী অপেক্ষা করছেন বিজেপি তথা এনডিএ জোট যাতে আসন্ন লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পায়। অর্থাৎ ফলাফল যেন হয় ত্রিশঙ্কু। সেই ‘সুযোগ’-এর অপেক্ষাতেই তিনি রয়েছেন বলেও দাবি রাউতের।

‘সামনা’র রবিবাসরীয় প্রতিবেদনে রাউত তীব্র সমালোচনা করেছেন মোদী এবং বিজেপি সরকারের। তিনি লিখেছেন, ‘‘২০১৪ সালের লোকসভা ভোটে বিপুল জয়ের পর দেশবাসী যে সুযোগ দিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা নষ্ট করেছেন। সেই কারণেই এবার ত্রিশঙ্কু ফলের দিকেই এগোচ্ছে দেশ। তার জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’

আরও পডু়ন: খোলামেলা পোশাকে নাচতে বাধ্য করা হত, তারপর ধর্ষণ! বিহার হোম কাণ্ডে চার্জশিট সিবিআই-এর

আরও পডু়ন: স্ত্রীকে ফেসবুকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে পুলিশের সামনেই যুবককে মার জেলাশাসকের

আগের বারের লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। মোদী হাওয়ায় কার্যত ধুয়ে-মুছে সাফ হয়ে যায় কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দল। এ নিয়ে রাউতের ব্যাখ্যা, ওই সময় মোদী হাওয়া জোরদার ছিল। তাছাড়া মানুষ বিজেপিকে জেতানোর চেয়েও কংগ্রেসকে হারানোর জন্য বেশি উদগ্রীব ছিলেন। কিন্তু সেই চিত্র এখন পুরোপুরি পাল্টে গিয়েছে। মোদীর মোদীর ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজ এখন মলিন। উল্টো দিকে রাহুল গাঁধীর জনপ্রিয়তা ২০১৪ সালের মোদীর মতো না হলেও গত দেশবাসীর কাছে তাঁর গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। তার কারণ, বর্তমান বিজেপি সরকারের কাজকর্মে সাধারণ মানুষ হতাশ।’’

মোদী ব্রিগেডের এই ‘দুর্বলতা’ তুলে ধরে এবার রাউতের সওয়াল নিতিন গডকড়ীর পক্ষে। ‘‘বিজেপির বর্ষীয়ান নেতারা যখন আসন্ন লোকসভা ভোটের ফল নিয়ে চিন্তিত, গডকড়ীর মন্তব্য তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্যেই স্পষ্ট, হাওয়া কোন দিকে বইছে। গডকড়ী শিব সেনা এবং বিজেপি, দু’পক্ষের কাছেই সমান গ্রহণযোগ্য।’’, লিখেছেন রাউত।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন নিতিন গডকড়ী। দ্বিতীয় বারও তাঁকে ওই পদে রেখে দেওয়া হতে পারে বলে বিজেপি এবং শিবসেনার একটি অংশ আশা করেছিল। কিন্তু সেটা হয়নি। এই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রাউত। তিনি লিখেছেন, ‘‘সেই সময় রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল গডকড়ীর বিরুদ্ধে। তুলে আনা হয়েছিল পূর্তি কেলেঙ্কারির অভিযোগ। সেই সব স্মৃতি নিশ্চয়ই ভুলে যাননি গডকড়ী।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

Shiv Sena Sanjay Raut BJP Narendra Modi Lok Sabha Election 2019 লোকসভা ভোট ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy