Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বারাণসীতে কি প্রিয়ঙ্কা, জল্পনা দলেই

গত কাল পর্যন্ত উত্তরপ্রদেশের কংগ্রেসের নেতারা এ’টি প্রিয়ঙ্কার রসিকতা বলেই উড়িয়ে দিচ্ছিলেন।

মাটির কাছাকাছি: প্রচারের ফাঁকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। শুক্রবার উত্তরপ্রদেশের অযোধ্যায়। ছবি: পিটিআই।

মাটির কাছাকাছি: প্রচারের ফাঁকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। শুক্রবার উত্তরপ্রদেশের অযোধ্যায়। ছবি: পিটিআই।

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৪:৫০
Share: Save:

দলের কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে গত কাল হাল্কাচ্ছলেই কথাটি বলেছিলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা— ‘‘বারাণসী থেকে লড়লে কেমন হয়?’’

গত কাল পর্যন্ত উত্তরপ্রদেশের কংগ্রেসের নেতারা এ’টি প্রিয়ঙ্কার রসিকতা বলেই উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু আজ দিল্লিতে কংগ্রেসের এক নেতা জানালেন, ‘‘উড়িয়ে দেওয়ার বিষয় নয়। বারাণসীতে নরেন্দ্র মোদীকে টক্কর দিতে এক জন ওজনদার প্রার্থীই চাইছেন রাহুল গাঁধী। সেটি প্রিয়ঙ্কা হলে আশ্চর্যের কিছু নেই।’’

ওই নেতার মতে, রাহুল ব্যাকফুটে খেলার পাত্র নন। তিনি সব সময়ে ফ্রন্টফুটেই খেলেন। উত্তরপ্রদেশে দলের সংগঠন মজবুত নয় জেনেও তিনি মায়াবতী-অখিলেশকে টক্কর দিচ্ছেন। হার-জিতের থেকেও লড়াকু মনোভাব রাখতেই পছন্দ করেন। রাজস্থানের বিধানসভা নির্বাচনে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে তিনি যশবন্ত সিংহের ছেলে মানবেন্দ্র সিংহকে প্রার্থী করেছিলেন, মধ্যপ্রদেশে শিবরাজ সিংহ চৌহানের বিরুদ্ধে লড়বার জন্য রাজ্যের প্রাক্তন সভাপতি অরুণ যাদবকে প্রার্থী হতে রাজি করিয়েছিলেন, ছত্তীসগড়ে রমন সিংহের বিরুদ্ধে অটলবিহারী বাজপেয়ীর ভাইজি করুণা শুক্লকে দাঁড় করিয়েছিলেন। ফলে বারাণসীতেও মোদীর বিরুদ্ধে প্রিয়ঙ্কা প্রার্থী হতেই পারেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রায়বরেলী থেকে অযোধ্যা যাওয়ার পথে আজ প্রিয়ঙ্কাকে ফের প্রশ্ন করা হয়, তিনি কী বারাণসী থেকে লড়তে আগ্রহী। সম্ভাবনা একেবারে খারিজ করেননি খোদ প্রিয়ঙ্কাই। বরং তিনি বলেন, ‘‘আমি আগেই বলেছি, দল বললে নিশ্চয়ই লড়ব। তবে আমার ব্যক্তিগত পছন্দ এখন দলের হয়ে কাজ করা।’’ কিন্তু রায়বরেলী হয়ে অযোধ্যায় রোড-শো-এর ফাঁকে আজ মোদীকে দফায় দফায় আক্রমণ করে গিয়েছেন প্রিয়ঙ্কা। আর বার বার তাঁর মুখে ঘুরেফিরে এসেছে বারাণসীর কথা।

মোদীর ‘মিশন-শক্তি’ নিয়ে কটাক্ষ করে প্রিয়ঙ্কা বলেন, ‘‘বারাণসীতে গ্রামবাসীদের আমি জিজ্ঞাসা করেছি, প্রধানমন্ত্রী আসেন আপনাদের সঙ্গে দেখা করতে? উত্তর এসেছে—না। গোটা দুনিয়া তিনি ঘুরে বেড়ান। আমেরিকা, চিন দাপিয়ে বেড়ান। বড় বড় পোস্টারে সব জায়গায় তাঁর ছবি দেখা যায়। রাষ্ট্রনায়কদের আলিঙ্গন করেন। কিন্তু নিদের লোকদেরই আলিঙ্গন করেন না। যদি নিজের লোকেদেরই কথা তিনি শুনতে না পারেন, তা হলে কীসের ‘শক্তি’ আপনার মধ্যে?’’ পাকিস্তানে গিয়ে মোদীর বিরিয়ানি খাওয়া নিয়ে কটাক্ষ করেন প্রিয়ঙ্কা। অযোধ্যা রোড-শো করলেও তিনি রামলালা দর্শনে যাননি। যুক্তি হিসেবে বলেন, সেটা বিচারাধীন।

গত লোকসভা ভোটে বারাণসী কেন্দ্র থেকে মোদী পেয়েছিলেন প্রায় ৬ লক্ষ ভোট। অরবিন্দ কেজরীবাল সেই সময় তাঁকে টক্কর দিয়ে ২ লক্ষের বেশি ভোট পান। কংগ্রেসের অজয় রাই পান ৭৫ হাজার ভোট। কিন্তু অজয় রাই বলছেন, ‘‘এ বারে প্রিয়ঙ্কা গাঁধী প্রার্থী হলে গোটা পূর্বাঞ্চলের ছবিটা বদলে যাবে। রাহুল গাঁধীকে আমরা আগেই আর্জি জানিয়েছি, প্রিয়ঙ্কাকে বারাণসী থেকে প্রার্থী করুন।’’ কংগ্রেসের একটি সূত্রের মতে, মায়া ও অখিলেশের আসন ভাগাভাগিতে বারাণসী আসনটি পড়েছে সমাজবাদী পার্টির ভাগে। অখিলেশের সঙ্গে কথা বলে রাহুল-প্রিয়ঙ্কা যদি এক জন ওজনদার প্রার্থী দেন, তা হলে মোদী চাপে পড়বেন। বারাণসীতে ভোট একেবারে শেষ দফায়। ফলে হাতে সময় রয়েছে সিদ্ধান্ত নেওয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE