Advertisement
০৩ মে ২০২৪
National news

উনি প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন না, ‘টিউবলাইট’ বিতর্কে মোদীকে পাল্টা রাহুলের

বৄহস্বপতিবার নরেন্দ্র মোদী লেন, “আমি ৩০-৪০ মিনিট ধরে বক্তব্য পেশ করছি। কিন্তু কারও কাছে সেটা পৌঁছতে এত দীর্ঘ সময় লেগে গেল। অনেক টিউবলাইট এমন হয়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিউবলাইট আক্রমণের জবাব দিলেন রাহুল গাঁধী। —ফাইল চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিউবলাইট আক্রমণের জবাব দিলেন রাহুল গাঁধী। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৩৭
Share: Save:

‘ডান্ডা পেটা’র পর এ বার 'টিউবলাইট' তরজায় মোদী-রাহুল। লোকসভার ভরা অধিবেশনে রাহুল গাঁধীকে ‘টিউবলাইট’ বলেছিলেন প্রধানমন্ত্রী। তার জবাবে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর আচরণ নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাহুল। কংগ্রেস সাংসদ বললেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদের মতো ‘উচ্চতা’ই নেই।

বৄহস্পতিবার সংসদের উভয় কক্ষেই রাষ্ট্রপতির ভাষণের উপর জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় তিনি বক্তব্য রাখছিলেন। তার মাঝেই রাহুল উঠে প্রধানমন্ত্রীকে ঝিমিয়ে পড়া অর্থনীতি, বেকারত্ব এসব নিয়ে প্রশ্ন করেন। বলেন, অর্থনীতি, বেকারত্বের ব্যর্থতা ঢাকতে মোদী দেশবাসীকে ভুল পথে চালিত করছেন।

প্রায় সঙ্গে সঙ্গেই মোদী পাল্টা আক্রমণ করে বলেন, “আমি ৩০-৪০ মিনিট ধরে বক্তব্য পেশ করছি। কিন্তু কারও কাছে সেটা পৌঁছতে এত দীর্ঘ সময় লেগে গেল। অনেক টিউবলাইট এমন হয়।” মোদীর এই আক্রমণের সঙ্গে সঙ্গেই শাসক শিবিরে উল্লাস দেখা যায়। উল্টো দিকে কংগ্রেস সাংসদরাও তীব্র বিরোধিতায় সরব হন।

আজ শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই আক্রমণের জবাব দিলেন রাহুল গাঁধী। ওয়েনাডের কংগ্রেস সাংসদ বলেন, “সাধারণত একজন প্রধানমন্ত্রীর একটা স্টেটাস থাকে। নির্দিষ্ট আচরণ বিধি থাকে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর সে সব নেই। উনি প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন না।”

আরও পড়ুন: রাহুলের ‘ডান্ডা পেটা’ মন্তব্য ঘিরে তুলকালাম লোকসভায়, ধস্তাধস্তি

আরও পড়ুন: রাজ্যসভায় ‘ঝুট’ বললেন মোদী! বাদ পড়ল কার্যবিবরণী থেকে

দিল্লির বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল গাঁধী বলেছিলেন, ছ’মাস পর দেশের যুব সমাজ প্রধানমন্ত্রী মোদীকে ডান্ডাপেটা করে দেশ ছাড়া করবেন। সেই মন্তব্য ঘিরে এ দিন লোকসভায় কার্যত হাতাহাতি হয় শাসক বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে। মোদী নিজেও এই মন্তব্য নিয়ে রাহুলকে পাল্টা আক্রমণ করেছেন। তার মধ্যেই ‘টিউবলাইট’ বিতর্ক নিয়েও চাপান-উতোরে মোদী-রাহুল দ্বৈরথ আরও জোরদার হল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE