Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Citizenship Amendment Act

অন্ধ্রে কোনও অবস্থাতেই এনআরসি করতে দেব না, ঘোষণা এ বার জগনের

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির-র বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে।

জগনমোহন রেড্ডি। —ফাইল চিত্র।

জগনমোহন রেড্ডি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৮:২৪
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)নিয়ে এ বার বিরোধিতায় শামিল হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও। কোনও পরিস্থিতিতেই রাজ্যে এনআরসি করতে দেবেন না বলে জানিয়ে দিলেন তিনি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির-র বিরুদ্ধে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যেই এনআরসির বিরোধিতায় মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, দিল্লি-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই তালিকায় নয়া সংযোজন জগনমোহন রেড্ডি।

সোমবার কাডাপায় একটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জগন। সেখানে তিনি বলেন, ‘‘এনআরসি নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিলেন সংখ্যালঘু ভাইরা। জানিয়ে রাখি, আমরা এনআরসি-র বিরুদ্ধে। কোনও অবস্থাতেই অন্ধ্রপ্রদেশে এনআরসি করতে দেব না।’’

গত সপ্তাহেই এনআরসি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন জগনের ডেপুটি আজমথ বাশা শেখ ব্যাপারী। তাঁর সঙ্গে পরামর্শ করেই এ তিনি এ নিয়ে মুখ খুলেছিলেন বলে এ দিন নিশ্চিত করেন জগন।

এর আগে, সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে ভোট দিয়েছিল জগন মোহনের ওয়াইএসআর কংগ্রেস পার্টি। তা নিয়ে এ দিন কোনও মন্তব্য করেননি তিনি।

তবে সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষে সমর্থন জানানো নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE