Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

নাগরিকত্ব পেতে লাগবে ধর্মের প্রমাণ

স্বরাষ্ট্র মন্ত্রক আজ জানিয়েছে, তিন দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।

সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভের মাঝেই ধর্মীয় প্রমাণের বিষয়টি সামনে আনল কেন্দ্র। —ফাইল চিত্র।

সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভের মাঝেই ধর্মীয় প্রমাণের বিষয়টি সামনে আনল কেন্দ্র। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০৩:২২
Share: Save:

গত অধিবেশনে সিএএ পাশ হয়েছে। চলতি সপ্তাহে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। আজও সিএএ-র নিয়মাবলি জানাতে পারেনি কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ জানিয়েছে, তিন দেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্বের আর্জি জানাতে নিজের ধর্মের প্রমাণ দিতে হবে।

সিএএ-তে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। প্রশ্ন উঠেছিল, মুসলিমরা পরিচয় লুকিয়ে নাগরিকত্ব চাইলে? শুরুতে মন্ত্রক এর জবাব না-দিলেও আজ ধর্মীয় প্রমাণের বিষয়টি সামনে আনে। জানানো হয়, ওই ব্যক্তি নিজের দেশে বিভিন্ন সরকারি নথিতে যে ধর্মের উল্লেখ করেছেন সেই ধাঁচের কোনও কাগজ ভারত সরকারের কাছে জমা দিতে হবে। প্রশ্ন উঠেছে, যাঁরা এক-কাপড়ে ভিটে-মাটি ছেড়ে পালিয়ে এসেছেন যাঁরা, তাঁরা ধর্মের প্রমাণপত্র দেখাবেন কী ভাবে? এর সদুত্তর মিলছে না স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

আরও পড়ুন: ভোটের অঙ্ক কষে তৃতীয় বড়ো চুক্তি সই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAA Narendra Modi Religion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE