Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National News

‘ধর্ষকদের ক্ষমাপ্রার্থনার অধিকারই থাকা উচিত নয়', বললেন রাষ্ট্রপতি

রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে শুক্রবার এ কথা বলছেন রাষ্ট্রপতি। বলেছেন, “মহিলাদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।’’

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
সিরোহি (রাজস্থান) শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ ১৬:৫০
Share: Save:

‘পকসো’ আইনের আওতায় পড়া ধর্ষণের দায়ে অভিযুক্তদের ক্ষমাপ্রার্থনার কোনও অধিকারই থাকা উচিত নয় বলে মনে করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর মতে, এ ব্যাপারে ক্ষমাপ্রার্থনার অধিকার সংক্রান্ত যে আইন রয়েছে, সংসদের তা খতিয়ে দেখা উচিত।

রাজস্থানের সিরোহিতে এক অনুষ্ঠানে মহিলাদের নিরাপত্তা প্রসঙ্গে শুক্রবার এ কথা বলছেন রাষ্ট্রপতি। বলেছেন, “মহিলাদের নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।’’

ও দিকে, ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম আসামি বিনয় শর্মার ক্ষমাপ্রার্থনার আর্জি খারিজের সুপারিশ করে এ দিন রাষ্ট্রপতির কাছে একটি ফাইল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই গণধর্ষণের ঘটনার চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারের সময় জেলে বন্দি এক আসামি আত্মঘাতী হন। অপরাধের সময় নাবালক থাকায় আর এক আসামিকে জুভেনাইল হোমে পাঠানো হয়।

আরও পড়ুন- 'পেটানোর পর গলায় ছুরির কোপ, পেট্রল দিয়ে গায়ে আগুন দিল', পুলিশকে বললেন উন্নাও-ধর্ষিতা​

আরও পড়ুন- আদালতের পথে ধর্ষিতাকে হত্যার চেষ্টা উন্নাওয়ে, ৯০ শতাংশ অগ্নিদগ্ধ তরুণী​

নির্ভয়া কাণ্ডে যে চার জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে একমাত্র বিনয় শর্মাই ক্ষমাপ্রার্থনার আর্জি জানিয়েছিল রাষ্ট্রপতির কাছে। ওই আসামি ক্ষমাপ্রার্থনার আর্জি জানিয়েছিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজলের কাছেও। দিনদু’য়েক আগে তিনিও খারিজ করে দেন সেই আর্জি। শুধুই আর্জি খারিজ নয়, দিল্লি সরকারও ধর্ষকদের ক্ষমাপ্রার্থনার অধিকার কেড়ে নেওয়ার সুপারিশ পাঠিয়েছে রাষ্ট্রপতি কোবিন্দের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE