Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Supreme Court

বয়স্কভাতা নিয়ে কোর্ট

কেন্দ্রের তরফে আইনজীবী ভি মোহানা আদালতে জানান, বয়স্ক পেনশনের ব্যাপারে রাজ্যগুলি চেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে জবাব দেওয়ার জন্য কেন্দ্রের তরফে এক সপ্তাহ সময় চাওয়া হলে আবেদনকারী তার বিরোধিতা করেন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২০ ০৫:১০
Share: Save:

প্রবীণ নাগরিকদের সময় মতো বয়স্ক ভাতা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। করোনা আবহে আজ শীর্ষ আদালতের আদেশ, দেশের বিভিন্ন প্রান্তের বৃদ্ধাশ্রমগুলির আবাসিকদের কাছে সুরক্ষাবস্ত্র, মাস্ক, স্যানিটাইজার পৌঁছে দেওয়া হোক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার শীর্ষ আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন, অতিমারির সময়ে প্রবীণ নাগরিকদের কাছে ঠিক সময়ে বয়স্কভাতা পৌঁছনো জরুরি। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চও আজ বলে, দেশের বয়স্ক নাগরিকদের হাতে বয়স্ক ভাতা যাতে ঠিক সময়ে পৌঁছয়, তা নিশ্চিত করা উচিত প্রশাসনের। প্রবীণদের থেকে কোনও অনুরোধ এলে তা দেখতে হবে সরকারকে।

কেন্দ্রের তরফে আইনজীবী ভি মোহানা আদালতে জানান, বয়স্ক পেনশনের ব্যাপারে রাজ্যগুলি চেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে জবাব দেওয়ার জন্য কেন্দ্রের তরফে এক সপ্তাহ সময় চাওয়া হলে আবেদনকারী তার বিরোধিতা করেন। করোনার চিকিৎসার প্রশ্নে বয়স্কদের যাতে বঞ্চিত না হতে হয়, তার জন্য সুপ্রিম কোর্টে আর একটি আবেদনও জমা পড়েছে। এ ব্যাপারে রাজ্যগুলির মতামত চেয়েছে আদালত। ২০১৮ সালের ডিসেম্বরে বয়স্ক নাগরিকদের নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ অতিমারির সময়ে মেনে চলতে বলা হয়েছে। ওই নির্দেশে দেশের ১০ কোটি প্রবীণ নাগরিকের অধিকার নিশ্চিত করতে বলা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Old Age Allowance Law
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE