Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Tejashwi Yadav

আইআরসিটিসি দুর্নীতি মামলায় জামিন তেজস্বী, রাবড়ির

শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজ ব্যক্তিগত এক লাখ টাকার বন্ডে প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

তেজস্বী যাদব। ফাইল চিত্র।

তেজস্বী যাদব। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৮ ১৫:০১
Share: Save:

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর ছেলে আরজেডি নেতা তেজস্বী যাদব

শুক্রবার পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজ ব্যক্তিগত এক লাখ টাকার বন্ডে প্রত্যেকের জামিন মঞ্জুর করেন। আইআরসিটিসি-র হোটেলের কাজকর্ম চালানোর দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ দিন মামলার শুনানিতে তেজস্বী যাদব, রাবড়ি দেবী ছাড়াও উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল লালুপ্রসাদকে। কিন্তু, লালু এ দিন আদালতে হাজিরা দিতে পারেননি। তিনি অন্য একটি মামলায় ঝাড়খণ্ডের জেলে রয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর। লালু-তেজস্বী ছাড়াও এই দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচাঁদ গুপ্তা, তাঁর স্ত্রী সরলা গুপ্তা-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

আরও পড়ুন: ফের টাকার দামের রেকর্ড পতন, শঙ্কায় ভারতের বাজার

আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ তম বর্ষেই চলবে দেশের প্রথম বুলেট ট্রেন​

তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির নিয়ে জলঘোলা কম হয়নি। এই দুর্নীতিকে এক প্রকার হাতিয়ার করেই গত বছর তৎকালীন জোটসঙ্গী আরজেডির বিরুদ্ধে সরব হয়েছিলেন নীতীশ কুমার। এমনকি, বিহারের মহাজোট ভেঙে বেরিয়েও গিয়েছিলেন তিনি। পরবর্তী সময় বিজেপির হাত ধরে ফের মুখ্যমন্ত্রী হন নীতীশ।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE