Advertisement
E-Paper

ফের উন্নাও! জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি

এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, তিন যুবক এক মহিলাকে জোর করে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলছে শ্লীলতাহানিও। মহিলাও অসহায় ভাবে প্রতিহত করার চেষ্টা করছেন। তার মধ্যেই এক জন মোবাইলে ভিডিও তুলছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ১৫:২১
মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে তিন যুবক।

মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে তিন যুবক।

‘ভাইয়া অ্যায়সা মৎ করো, মুঝে ছোড় দো’—প্রাণপণে চিৎকার করছেন মহিলা। জঙ্গলের মধ্যে দিয়ে তাঁকে টেনে নিয়ে যাচ্ছে তিন যুবক। অন্য একজন মোবাইলে ছবি তুলছে আর হুমকি দিচ্ছে, ‘‘চিৎকার করলেই টিভিতে ছড়িয়ে দেওয়া হবে ভিডিয়ো।’’

এক মহিলাকে শ্লীলতাহানির এমনই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ল ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায়। ঘটনা উত্তরপ্রদেশের উন্নাওয়ের। সেই উন্নাও, যেখানে বিজেপি বিধায়কের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই উন্নাওয়ে, যেখানে গত মাসেই ন’বছরের একটি শিশুকে ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল। ফের সেই উন্নাওয়েই মহিলাকে শ্লীলতাহানির এমন ভয়ঙ্কর ভিডিয়ো ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে পুলিশ-প্রশাসন।

এক মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, তিন যুবক এক মহিলাকে জোর করে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলছে শ্লীলতাহানিও। মহিলাও অসহায় ভাবে প্রতিহত করার চেষ্টা করছেন। তার মধ্যেই এক জন মোবাইলে ভিডিয়ো তুলছে। তার হুমকি স্পষ্ট, এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হবে।

দেখুন সেই ভিডিও

হয়েছেও তাই। ওই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর তারপরই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফেরার বাকি দু’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ওই মহিলাকেও চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: সোপিয়ানে কনস্টেবলকে তুলে নিয়ে গিয়ে খুন করল জঙ্গিরা

পুলিশের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, ভিডিয়োটি উন্নাওয়েই রেকর্ড করা হয়েছে। তবে নির্দিষ্ট কোনও এলাকায়, তা আরও তদন্ত এবং ধৃতদের জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে। ওই যুবকদের জঙ্গলের ওই জায়গায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গত বছরের এপ্রিলের সেই ঘটনা সামনে আসে এ বছরের এপ্রিলে। পুলিশ লক আপে নির্যাতিতা তরুণীর বাবার মৃত্যু হয়। ৮ এপ্রিল ওই তরুণী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন। মুখ্যমন্ত্রী তাঁর দলের বিধায়ককে আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে। দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই শেষ পর্যন্ত তদন্ত যায় সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন: সাড়ে চার ঘণ্টায় তৈরি হল সাবওয়ে, ফের চমক ভারতীয় রেলের

কিন্তু তার মধ্যেই আরও একটি নারকীয় ঘটনা সামনে আসে গত মাসেই। ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

এ হেন উন্নাওয়েই ফের মহিলাকে শ্লীলতাহানির এই ভিডিয়ো প্রকাশ্যে আসায় ফের অস্বস্তিতে যোগী সরকার।

Unnao Molest Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy