গাড়ির কাগজপত্র পরীক্ষা চলছিল, পুলিশের মুখে পড়ে পালাতে চাইছিলেন এক গাড়ি চালক। কিন্তু নাছোড় ট্রাফিক পুলিশকর্মী জীবনের ঝুঁকি নিয়ে পিছু নিলেন। বলা ভাল, সামনে ঝুলে পড়লেন। পলায়নমান গাড়িটিকে আটকাতে লাফ দিয়ে বনেটে উঠে পড়েন ওই পুলিশ কর্মী। সেই অবস্থাতেই গা়ড়ি ছুটে চলল বেশ কিছুদূর।
ভিডিয়োটি গত বছর নভেম্বরের, সম্প্রতি সেটি সামনে এসেছে। ভিডিয়োটি সামনে আসতেই দিল্লি পুলিশ অভিযুক্ত ধরতে নতুন করে তদন্ত শুরু করেছে। দিল্লির নাংগলোই চক এলাকায় এই ঘটনা হয় বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে।
চেকিংয়ের সময় পুলিশের মুখ থেকে পালাতে মরিয়া হয়ে ওঠেন এক গাড়ি চালক। যে কোনও মূল্যে তাঁকে আটকাতে তত্পর হয়ে ওঠেন এক পুলিশকর্মী। তারপর যা হল তা ভিডিয়োতে ধরা পড়েছে। পুলিশের বাধা না মেনে গাড়ি ঘুরিয়ে পালাতে চাইছিলেন ওই চালক। কিন্তু মরিয়া পুলিশকর্মী তাঁকে আটকাতে বনেটে উঠে পড়েন। হয়তো ভেবেছিলেন, গাড়ি থামিয়ে দেবেন চালক। কিন্তু গাড়ি না থামিয়ে বনেটে পুলিশ কর্মীকে নিয়েই স্পিড তুলে দেন। কোনও রকমে ধরে রেখে ছিলেন। সেই অবস্থাতেই বেশ কিছুদূর চলে আসেন চালক।
আরও পড়ুন: ফলোয়ার বাড়ানোর জন্য এই সব করছেন সাক্ষী, ফাঁস করে দিলেন ধোনি
গাড়ির এক যাত্রীই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। পরে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় থেকে সংবাদমাধ্যমে। শেষ পর্যন্ত বেশ কিছুদূর যাওয়ার পর গাড়ি থামান চালাক। তখন নেমে যান পুলিশকর্মী। পালিয়ে যান গাড়ি চালক
আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথ-সত্যজিৎ থেকে ইলিশ ভাপা’, জাপানি মহিলার মুখে মুগ্ধ করা বাংলা
এই ঘটনায় ওই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। অভিযুক্ত চালক এখনও ধরা পড়েননি। ভিডিয়োটি সামনে আসতেই ফের তাঁকে খুঁজে বের করতে তত্পর হয়েছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন: ‘রবীন্দ্রনাথ-সত্যজিৎ থেকে ইলিশ ভাপা’, জাপানি মহিলার মুখে মুগ্ধ করা বাংলা
দেখুন সেই ভিডিয়ো:
Goons of delhi destroying the traffic law and Disrespecting the Traffic police @DelhiPolice @ArvindKejriwal @PMOIndia @kunalkamra88 @dhruv_rathee #mondaythoughts pic.twitter.com/HwCBqSgwGq
— Rehan (@rehan_baksh) February 3, 2020